আফগান নেতা পাকিস্তানে

আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া নিয়ে মতবিনিময় করতে পাকিস্তান সফরে গিয়েছেন দেশটির হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন এর চেয়ারম্যান ড. আবদুল্লাহ আবদুল্লাহছবি: টুইটার

আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন এর চেয়ারম্যান ড. আবদুল্লাহ আবদুল্লাহ আজ সোমবার তিনদিনের সফরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন। কাউন্সিলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ প্রতিনিধি আফগান নেতার সঙ্গে রয়েছেন।

পাকিস্তানে পৌঁছানোর কিছুক্ষণ পরে আবদুল্লাহ এক টুইটে জানান, তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক ও আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া নিয়ে মতবিনিময় করবেন। পরে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ে যান। সেখানে পররাষ্ট্রমন্ত্রী কোরেশি তাঁকে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আবদুল্লাহ তাঁর সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি ও ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারের সঙ্গে দেখা করবেন।

গতকাল রোববার আফগান নেতা এক বিবৃতিতে জানান, তাঁর সফরকালে দুই পক্ষের মধ্যে দোহায় আফগানিস্তানের শান্তি আলোচনা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। টুইটে তিনি বলেন, আমি আশা করি এই সফর সব স্তরে পারস্পরিক সহযোগিতার নতুন অধ্যায় শুরু করবে। বিশেষ করে আফগানিস্তানে স্থায়ী শান্তিপ্রতিষ্ঠায় এটি সহায়তা করবে।

সফরকালে আবদুল্লাহ ইসলামাবাদে ইন্সটিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজে বক্তব্য দেবেন। তিনি সাংবাদিকদের সঙ্গেও দেখা করবেন। চেয়ারম্যানের দায়িত্বকালে এই প্রথম আফগান নেতা পাকিস্তানে সফর করছেন।

আফগান শান্তিপ্রক্রিয়া নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে এই সফরে। পাকিস্তান-আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ককে এটি শক্তিশালী করবে।

গত শনিবার দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক কলামে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, আফগানিস্তান থেকে তাড়াহুড়া করে সেনাপ্রত্যাহার অবিবেচনামূলক হবে। তিনি বলেন, আফগান সরকার ও তালেবানদের আলোচনার দিকে নিয়ে যাওয়ার বিষয়টি সহজ ছিল না।