এটা কি ইমরান খানের নতুন পাকিস্তান

রেহাম খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খানের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। এনডিটিভির খবর।

গতকাল রোববার রাতে এক স্বজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাসায় ফেরার পথে ইসলামাবাদে ওই ঘটনা ঘটে। এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কড়া সমালোচনা করেছেন রেহাম খান।

রেহাম খান রোববার রাতে এক টুইট বার্তায় লেখেন, ‘একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অস্ত্র দেখিয়ে আমার গাড়িতে আগুন ধরিয়ে দেন। ওই সময় আমার ব্যক্তিগত সহকারী ও চালক গাড়িতেই ছিলেন। এরপর আমাকে গাড়ি পাল্টাতে হয়। এটা কি ইমরান খানের নতুন পাকিস্তান? কাপুরুষদের দেশে সবাইকে স্বাগতম।’

বিভিন্ন বিষয়ে পাকিস্তান সরকারের সমালোচনা করেন মানবাধিকারকর্মী রেহাম খান। অপর একটি টুইটে তিনি লেখেন, ‘এ জন্য (গাড়িতে আগুন দেওয়া) সরকারের দায় নেওয়া উচিত।’ তিনি আরও লেখেন, ‘আমি পাকিস্তানের একজন সাধারণ নাগরিকের মতোই জীবনযাপন বেছে নিয়েছি, আর তাঁদের মতো করেই মরতে চাই। মহাসড়কে এ ধরনের হামলা কাপুরুষোচিত ঘটনা। এ জন্য তথাকথিত সরকারের দায় নেওয়া উচিত। দেশের জন্য আমি গুলি খেতেও রাজি।’

রেহাম খান বলেন, তিনি নিজের জীবনের জন্য ভয় পান না। তাঁর জন্য যাঁরা কাজ করছেন তাঁদের নিয়েই তাঁর উদ্বেগ। আগুন ধরানোর সময় রেহাম খানের কর্মীর কিছু হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তাঁরা দুজনই সুস্থ্ ও নিরাপদ আছেন। কিন্তু তাঁরা খুবই রাগান্বিত ও ভীত।

গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ করতে গেলেও সেটি নিয়ে গড়িমসি করা হয় বলে অভিযোগ করেন রেহাম খান। বিষয়টি নিয়ে সোমবার সকাল নয়টার দিকে করা টুইটে তিনি লেখেন, ‘চিন্তা করা যায়, এখানে প্রক্রিয়াগুলো কত ধীর। সারা রাত জেগে থাকার পরও এখন (সকাল ৯টা) পুলিশ ভুক্তভোগীদের (আমাদের) প্রশ্ন করেই যাচ্ছে।’

ইসলামাবাদের মাস কলোনি থানায় দাখিল করা অভিযোগের একটি কপিও রেহাম টুইটারে শেয়ার করেছেন।