করাচিতে বিস্ফোরণ, নিহত ৫

করাচিতে বিস্ফোরণে বিধ্বস্ত বহুতল ভবন
ছবি: এএফপি

পাকিস্তানের করাচি শহরে এক বহুতল ভবনে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আজ বুধবার এ ঘটনা ঘটে। দেশটির ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, করাচির গুলশান–ই–ইকবালের এ বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছে।

বহুতল ভবনের তিনতলায় এ বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণে ভবনটি ছাড়াও আশপাশের ভবন এবং কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের ধরন নিয়ে এখনো পরিষ্কারভাবে কিছু বলতে পারেনি পুলিশ। করাচির মুবিনা টাউন পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডার ফেটে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীরা দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছান।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচি। এ ঘটনার পর সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ দ্রুত উদ্ধার তৎপরতা চালানো এবং এ ঘটনার বিষয়ে বিন্তারিত প্রতিবেদন চেয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন তিনি। নিহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শাহ।

পাকিস্তানের অন্যতম প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।