কুলফি বেচছেন ‘ট্রাম্প’

ট্রাম্পের মতো দেখতে কুলফি বিক্রেতা।
সংগৃহীত

পথের ধারে ছোট একটি ভ্যানগাড়ি। সেটির পাশে দাঁড়িয়ে কুলফি বেচছেন একজন। গ্রামগঞ্জের খুব পরিচিত একটি দৃশ্য। তবে চোখ কপালে উঠবে বিক্রেতার দিকে তাকালে। এ যে ডোনাল্ড ট্রাম্প। চোখ ডলে আবার তাকাবেন, ঠিকই দেখবেন ভ্যানগাড়ি নিয়ে পথের ধারে কুলফি বেচছেন যুক্তরাষ্ট্রের আলোচিত-সমালোচিত সাবেক এই প্রেসিডেন্ট। তবে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, আপনার দেখায় সামান্য ভুল আছে। ওই কুলফি বিক্রেতা আসলে ট্রাম্প নন, হুবহু ট্রাম্পের মতো দেখতে একজন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, অবাক করা এই দৃশ্যের দেখা মিলবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়ালে। সেখানকার পথের ধারে ভ্যানগাড়ি নিয়ে কুলফি বেচেন হুবহু ট্রাম্পের মতো দেখতে একজন। শাহিওয়ালের পথে ধারণ করা নকল ট্রাম্পের ভিডিও ইতিমধ্যে নেটমাধ্যমে ঝড় তুলেছে। ছড়িয়ে পড়া ভিডিওটি বেশ ছোট। মাত্র ২৩ সেকেন্ডের। তাতে দেখা যায়, পথের ধারে কুলফি বেচছেন বয়স্ক একজন। পরনে সাদা কুর্তি-পাজামা। মাথায় সাদা চুল। গান গেয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টায় ব্যস্ত ওই বিক্রেতা।

সামাজিক মাধ্যমে এই ভিডিও আপলোড করেছেন পাকিস্তানের সংগীতশিল্পী শেহজাদ রায়। কুলফি বিক্রেতার গানের গলায় মুগ্ধ হয়েছেন দেশটির জনপ্রিয় এই গায়ক। ভিডিও পোস্ট করে ওই কুলফি বিক্রেতার খোঁজ জানতে চেয়েছেন তিনি। কেউ খোঁজ জানলে যোগাযোগ করিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তবে ওই ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমের হাজারো ব্যবহারকারীর নজর কেড়েছে কুলফি বিক্রেতার চেহারা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন তাঁরা। আদনান কেয়ানি নামের একজন টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পাকিস্তানে ট্রাম্প কুলফি বেচছেন।’ সঙ্গে হাসির ইমোজি যুক্ত করে দিয়েছেন তিনি। ইমরান নামে আরেকজন ভিডিও পোস্ট করে লিখেছেন, তিনি দেখতে একদম ট্রাম্পের মতো।

তবে ট্রাম্পের মতো দেখতে ওই কুলফি বিক্রেতার বিস্তারিত পরিচয় জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন জানিয়েছেন, তাঁকে পাঞ্জাবের শাহিওয়ালে কুলফি বিক্রি করতে দেখেছেন তাঁরা। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, ট্রাম্পের মতো দেখতে ওই ব্যক্তি শাহিওয়ালে কুলফি বিক্রি করেন। সুন্দর গানের গলার জন্য তাঁর বিশেষ পরিচিতি রয়েছে।

এর আগে ইউরোপের দেশ স্পেনে হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একজন ভাইরাল হয়েছিলেন। ওই লোক পেশায় ছিলেন আলুচাষি।