দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
ছবি: রয়টার্স

দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শুক্রবার ইমরান খান বলেছেন, তাঁর সরকার ‘পুরস্কার ও শাস্তির’ একটি নতুন ব্যবস্থা প্রবর্তন করেছে, যার অধীনে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকলে নাগরিক কর্মকর্তাদের বদলি না করে বরখাস্ত করা হবে। পাকিস্তানের ডন অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বাসভবনে পাকিস্তান সিটিজেন পোর্টালের দুই বছর পূর্তি অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইমরান খান বলেন, ‘আমরা দুর্নীতিবাজ আমলাকে বদলি না করে তাকে বরখাস্ত করব।’

ওই অনুষ্ঠানে মন্ত্রী, আমলা, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বর্তমান স্থানীয় সরকারের কর্মক্ষমতা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি অনুষ্ঠানে বলেন, ‘গ্রামপর্যায়ে একটি ব্যবস্থা চালু করা হয়েছে, যার অধীনে তহবিল সরাসরি কাউন্সিলগুলোতে স্থানান্তরিত হওয়ার কথা। এটি স্থানীয় সরকার পর্যায়ে পৌর সমস্যা সমাধানের সেরা উপায় হবে। বিশ্বজুড়ে এ সমস্যা স্থানীয় সরকারই সমাধান করে।’

দুর্নীতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অবস্থান, বিরোধী দলগুলোর আন্দোলন—এসবের মধ্যেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে। ২ ডিসেম্বর পর্যন্ত হিসাবে দেশটিতে এক দিনে নতুন করে ৩ হাজার ৪৯৯ জনের করোনা শনাক্ত হয়। সেখানে এক দিনে করোনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট করোনা সংক্রমণ ৪ লাখ ৬ হাজার ৮১০ জন ছাড়িয়েছে।

দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা সম্পর্কিত পার্লামেন্টারি সেক্রেটারি নওশীন হামিদ বলেছেন, পাকিস্তান জনগণকে বিনা মূল্যে টিকা দেবে। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে টিকা দেওয়া শুরু হবে।