পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বললে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ
ছবি : রয়টার্স

পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর কথা বললে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। শুধু সেনাবাহিনী নয়, পাকিস্তানে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন কথা বললেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রাওয়ালপিন্ডিতে আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ সাংবাদিকদের এ কথা বলেন। পাকিস্তানের গণমাধ্যম ‘ডন’-এর খবরে এ কথা বলা হয়।

মূলত, পাকিস্তানের বিরোধী দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রেহমানের মন্তব্যের জবাবে ওই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত শুক্রবার পিডিএম–প্রধান ফজলুর রেহমান বলেন, তাঁদের আন্দোলন কেবল সরকারবিরোধিতায় সীমাবদ্ধ থাকবে না বরং সরকারকে যারা সমর্থন করবে, তাদের বিরুদ্ধেও হবে। রাজধানী ইসলামাবাদের পাশাপাশি রাওয়ালপিন্ডিতেও তাঁদের জোটের সম্ভাব্য লংমার্চ করার কথা বলেন। তাঁর জোট আসন্ন উপনির্বাচনে অংশ নেবে বলেও ঘোষণা দেন।

ফজলুর রেহমানের কথার জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে পিডিএম পরাজয় মেনে নিয়েছে। তবে তাঁদের নির্বাচনের মঞ্চে ফেরার বিষয়টিকে ভালো খবর।

পিডিএমের লংমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ বলেন, সরকার তাদের স্বাগত জানাতে প্রস্তুত। সরকারের পক্ষ থেকে কাউকে সমস্যায় ফেলার পরিকল্পনা নেই। পিডিএমের কর্মসূচির জবাব এমনভাবে দেওয়া হবে যাতে গণতন্ত্র, সংবিধান ও আইনের ব্যত্যয় না ঘটে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ১৬ ফেব্রুয়ারি পিএমএল-এনের নেতা নওয়াজ শরিফের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তা আরও বাড়ানো হবে। নওয়াজ শরিফ জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে এক বছরের বেশি সময় ধরে সেখানেই অবস্থান করছেন।