পাকিস্তানে করোনা শনাক্ত রোগী প্রায় তিন লাখ

প্রতীকী ছবি

পাকিস্তানে করোনা শনাক্ত রোগীর সংখ্যা এখন ২ লাখ ৯৮ হাজার ২৫৫ জন। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৩৪০ জন। শুরুর দিকে সংক্রমণের হার বেশি থাকলেও দেশটি ধীরে ধীরে অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যম ‘ডন’ শনিবার এ কথা জানিয়েছে। দেশটির জন্য আশাপ্রদ ব্যাপার হচ্ছে, করোনা আক্রান্তদের মধ্যে ২ লাখ ৮২ হাজার ৫৫৩ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

করোনা রোগী শনাক্তে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে দেশটির সিন্ধু প্রদেশ। এখানে শনাক্ত রোগী এক লাখ ৩০ হাজার ৪৮৩ জন। এই প্রদেশেই শুধু শনাক্ত রোগী এক লাখ ছাড়িয়েছে। অন্য প্রদেশগুলোর মধ্যে পাঞ্জাবে ৯৭ হাজার ১১৮, বেলুচিস্তানে ১৩ হাজার ১৫৭ ও খাইবার পাখতুন খাওয়ায় ৩৬ হাজার ৪৯৮ রোগী শনাক্ত হয়েছে। আর রাজধানী ইসলামাবাদে শনাক্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৭২৬।

এদিকে পাকিস্তানের প্রতিবেশী ভারতে করোনাভাইরাস শনাক্ত সংক্রমণ রোগী শনাক্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৫৬১ জনে।

করোনা শনাক্তের দিক থেকে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৬৩ লাখের বেশি। এর পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, যেখান শনাক্ত রোগী ৪১ লাখের মতো। করোনায় মৃতের সংখ্যায়ও এই দেশ দুটিই শীর্ষে। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ লাখ ৮৭ হাজার ৭৭৭ জন। আর ব্রাজিলে মৃত্যু হয়েছে এক লাখ ২৫ হাজার ৫০২ জনের। শনাক্ত রোগীর সংখ্যার মতোই মৃতের সংখ্যায়ও তৃতীয় অবস্থানে রয়েছে ভারত (৬৯ হাজার ৫৬১)।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৬৬ লাখ ৫৪ হাজার ৩৪৪। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৪০০।