পাকিস্তানে গরিবদের জন্য ‘সস্তা পেট্রল ও সস্তা ডিজেল’ কর্মসূচি

পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল
ফাইল ছবি: রয়টার্স

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব যেন দরিদ্র পরিবারগুলোর ওপর না পড়ে, সে জন্য ২৮ হাজার কোটি পাকিস্তানি রুপির একটি তহবিল ঘোষণা করেছে দেশটির সরকার। ‘সস্তা পেট্রল ও সস্তা ডিজেল’ কর্মসূচির আওতায় সরকার ৪০ হাজার রুপির কম আয়ের পরিবারগুলোকে এককালীন দুই হাজার রুপি করে দেবে।

দেশটির গণমাধ্যম ডনের খবরে এ কথা বলা হয়েছে। তবে ৪০ হাজার রুপির আয় বছরে না মাসে, তার উল্লেখ নেই খবরে।

পাকিস্তানের অর্থনীতিতে সংকট চলছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে দেশটির সরকার। তবে আইএমএফ ঋণের শর্ত হিসেবে জ্বালানির ওপর ভর্তুকি তুলতে বললে জ্বালানির ওপর ভর্তুকি তুলে নেওয়া হয়। এতে এক ধাক্কায় পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৩০ রুপি।

প্রান্তিক পর্যায়ের মানুষের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ কমাতে ‘সস্তা পেট্রল ও সস্তা ডিজেল’ কর্মসূচি গ্রহণ করে পাকিস্তান সরকার। এ জন্য প্রণোদনা তহবিল ঘোষণা করে। এ কর্মসূচির আওতায় দেশের ১ কোটি ৪০ লাখ মানুষ সুবিধা পাবে বলে দাবি করছে দেশটির সরকার। এতে যে অর্থ ব্যয় হবে, তা আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত হবে।

পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, আসছে জুন থেকে এমন প্রতিটি পরিবারকে ২ হাজার রুপি করে দেওয়া শুরু হবে। এতে শুধু জুনে ২ হাজার ৮০০ কোটি রুপি প্রদান করা হবে। বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রামের (বিআইএসপি) অধীন ইতিমধ্যে ৭৩ লাখ মানুষ এ সহায়তা পেতে আবেদন করেছেন।

অর্থমন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, আইএমএফ ঋণ শুধু এ জন্য গুরুত্বপূর্ণ নয় যে এর মাধ্যমে সংস্থাটি থেকে সরকার শুধু অর্থই পাবে। এটা এ কারণে একই সঙ্গে গুরুত্বপূর্ণ যে এতে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো অন্যান্য বহুজাতিক উন্নয়ন সংস্থাগুলো থেকে পাকিস্তানের ঋণ পাওয়ার সুযোগ তৈরি হবে।