পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ২০

প্রতীকী ছবি

পাকিস্তানে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। গত বুধ ও বৃহস্পতিবার বেলুচিস্তান ও উত্তর ওয়াজিরিস্তানে হামলার এ ঘটনা ঘটে। দ্য ডন এ তথ্য জানায়।

বেলুচিস্তানের ওরমারা অঞ্চলে সন্ত্রাসী হামলাটি হয় গতকাল বৃহস্পতিবার। অঞ্চলটির একটি মহাসড়কে গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। হামলায় নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত হন।

অন্যদিকে, উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বুধবার। এই হামলায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে সন্ত্রাসীরা। হামলায় এক ক্যাপ্টেনসহ ছয় সেনাসদস্য নিহত হন। আহত হন একজন।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, ওরমারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিপুলসংখ্যক সন্ত্রাসীর গোলাগুলির ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী কার্যকর জবাব দিয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের ব্যাপক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, ওরমারার ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা অঞ্চলটি ঘিরে সন্ত্রাসীদের খোঁজে অভিযান চালান।

এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।