পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের অস্ত্রবিরতি প্রত্যাহার

নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) মূলধারায় আসতে অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গেও আলোচনায় বসে সংগঠনটির প্রতিনিধিদল। ছবিটি রাজধানী ইসলামাবাদের
এএফপির ফাইল ছবি

পাকিস্তান সরকারের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে অস্ত্রবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পাকিস্তানি তালেবান। বার্তা সংস্থা এএফপি জানায়, আফগানিস্তানের তালেবান সদস্যদের মধ্যস্থতায় সরকারের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা করেছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের এ সংগঠনের নেতারা।

এক বিবৃতিতে টিটিপি অভিযোগ করেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিটিপি সদস্যকে হত্যা করেছেন। এর মাধ্যমে এক মাসের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা হয়েছে।

এএফপির খবরে বলা হয়, এ পরিস্থিতিতে অস্ত্রবিরতির মেয়াদ চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে টিটিপির একজন মুখপাত্র ঘোষণা দিয়েছেন। এখন পাকিস্তানের জনগণ সিদ্ধান্ত নেবে, কারা চুক্তি মেনে চলছে না। এর আগে আফগানিস্তানের তালেবানের এক জ্যেষ্ঠ কমান্ডার, একজন সরকারি কর্মকর্তা ও একজন নিরাপত্তা বাহিনীর সদস্য বলেছেন, ডিসেম্বরের শুরুতে অস্ত্রবিরতির সময়সীমা শেষ হলেও দুই পক্ষই তা বাড়িয়ে নিতে সম্মত হয়েছিল। চুক্তির শর্ত হিসেবে ১০০ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল।

এদিকে পেশোয়ারের একজন সরকারি কর্মকর্তা বলেন, টিটিপির বিবৃতিতে তাঁরা আশ্চর্য হয়েছেন। আলোচনাকারী দলের সদস্যদের অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করেছিল টিটিপি। গত অক্টোবর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টিটিপির সঙ্গে আলোচনার ঘোষণা দেন।