পাঞ্জাব আইনসভায় পিটিআইয়ের ২৫ সদস্যের আসন শূন্য ঘোষণা

পাকিস্তানের নির্বাচন কমিশন কার্যালয়
ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনসভায় মুখ্যমন্ত্রী নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা হামজা শাহবাজের পক্ষে ভোট দেওয়ায় পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ২৫ সদস্যের আসন শূন্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। আজ শুক্রবার তাদের আসন শূন্য ঘোষণা করা হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, গত ১৬ এপ্রিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন হয়। নির্বাচনে ৩৭১ সদস্যের আইনসভায় হামজা শাহবাজ ১৯৭ ভোট পেয়ে জয়ী হন। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৮৬ ভোট। এর অর্থ, সংখ্যাগরিষ্ঠতা পেতে পিটিআইয়ের সদস্যদের ভোট গুরুত্বপূর্ণ ছিল।

হামজা শাহবাজকে পিটিআইয়ের ২৫ আইনপ্রণেতার ভোট দেওয়ার ঘটনায় পাকিস্তানের সুপ্রিম কোর্টের কাছে সংবিধানের ৬৩–এ অনুচ্ছেদের প্রেসিডেনশিয়াল রেফারেন্সের ব্যাখ্যা চাওয়া হয়। ব্যাখ্যায় সর্বোচ্চ আদালত জানায়, দলের নির্দেশনার বাইরে গিয়ে ভোট দিলে তা গণনা হবে না। এমন ভোট দিলে তা দল থেকে পদত্যাগের ঘোষণা হিসেবে ধরা হবে।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের ব্যাখ্যার পরই পাকিস্তানের নির্বাচন কমিশন আজ ওই ২৫ আইনপ্রণেতার আসন শূন্য ঘোষণা করল। এই ঘোষণার ফলে প্রাদেশিক আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালেন মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পিটিআই নেতা আসাদ উমর। তিনি বলেন, আজ ষড়যন্ত্রের আরেকটি অধ্যায় প্রকাশ পেয়েছে। এ সময় তিনি আইনসভায় নতুন নির্বাচনের দাবি জানান।

এর আগে গত এপ্রিলে সুপ্রিম কোর্টের ব্যাখ্যার আলোকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল–কিউ) নেতা চৌধুরী পারভেজ এলাহি। তাঁর সঙ্গে ছিল পিটিআইও।

আরও পড়ুন