পার্লামেন্টে এসে বিরোধীদের কথা বলতে বললেন ইমরান

ইমরান খান
রয়টার্স ফাইল ছবি

সমালোচনা বাইরে না করে পার্লামেন্টে এসে বিরোধীদের কথা বলতে বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, সরকারের বিরুদ্ধে অনাস্থা জানানোর বিষয়টি সংবিধানেই আছে।

বিরোধীপক্ষকে পার্লামেন্টে এসে তা জানাতে হবে। গতকাল বুধবার পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান ফজলুর রহমানের সমালোচনা করে ইমরান খান এ কথা বলেছেন। ফজলুর রহমান অ্যাসেম্বলি থেকে সব সদস্যকে পদত্যাগের আহ্বান জানান। পাকিস্তানের ডন অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইমরান বলেন, বিরোধীদের যদি সরকারের বিরুদ্ধে অনাস্থা জানাতে হয়, তবে তাদের অবশ্যই অ্যাসেম্বলিতে এসে তা করতে হবে। দেশকে একাধিক সংকটের হাত থেকে বাঁচাতে তিনি জাতীয় সংলাপে পিছু হটবেন না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক সংলাপের জন্য পার্লামেন্টই সেরা জায়গা এবং আমি সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। যখন বিতর্ক থাকবে, তখনই কেবল গণতন্ত্র কাজ করে।’

দেশকে সংকট থেকে মুক্ত করার বিষয়টি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন ইমরান। এ ছাড়া প্রতিটি ক্ষেত্রে ঘাটতি তাঁর সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তিনি বলেছেন, যখনই বিরোধী দলের সঙ্গে তাঁর সরকার আলোচনায় বসে, তখনই তারা দুর্নীতির অভিযোগ তুলে নেওয়ার কথা বলে। কিন্তু এসব মামলা তাদের নিজের শাসনামলেই দায়ের করা হয়েছিল।

ইমরান বলেছেন, ‘আমাদের কোনো সমস্যা নেই এবং সরকার যেকোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে দুর্নীতির কোনো মামলা প্রত্যাহার করা হবে না।’