বিরোধীদের আন্দোলনের কবর হয়ে গেছে: ইমরান খান

ইমরান খান
ছবি: রয়টার্স

সরকারবিরোধী আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি গতকাল সোমবার নিজ কার্যালয়ে দলীয় মুখপাত্রদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। খবর ডনের।

গত রোববার লাহোরে পাকিস্তানের বিরোধী দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) সমাবেশ ছিল। ইমরানের ভাষ্য, সেই সমাবেশ মাঠে মারা গেছে। তিন মাস ধরে বিরোধীরা যে আন্দোলন করছে, তার কবর হয়ে গেছে।

ইমরান বলেন, লাহোরের সমাবেশ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে পাকিস্তানে। এ অবস্থায় পাকিস্তানের বিরোধী দলগুলো সমাবেশ করায় ক্ষোভ জানান ইমরান। তিনি বলেন, বিরোধীদের আন্দোলন অকার্যকর। ইমরান বলেন, ‘এই সমাবেশের মতোই পিডিএমের ভাগ্য হবে।’  

লাহোরের সমাবেশে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ এর নেতা ও দলটির সহসভাপতি মারিয়ান নওয়াজ ইমরান সরকারের তীব্র সমালোচনা করেন। নওয়াজ শরিফ এখন যুক্তরাজ্যে আছেন।

ইমরান বলেন, মারিয়াম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মানহানি করেছেন। তিনি বলেন, মারিয়াম তাঁদের ‘ফ্লপ শোয়ের’ জন্য দেশের গণমাধ্যমকে দায়ী করেছেন। বাস্তবতা হলো, মানুষ বিরোধীদের কথায় পাত্তা দেয়নি।

করোনার এই সময়ে প্রকাশ্য সমাবেশ না করার জন্য বিরোধীদের আহ্বান জানান ইমরান। এতে মানুষ আরও বিপদে পড়বে বলে তিনি মত প্রকাশ করেন।