বিরোধীরা পদত্যাগ করলে উপনির্বাচন দেবেন ইমরান খান

ইমরান খান
এএফপি ফাইল ছবি

পাকিস্তানের বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্যরা পদত্যাগ করলে তাঁদের শূন্য আসনে উপনির্বাচন দেবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল মঙ্গলবার নিজ বাসভবনে দেশের কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে আলাপকাল এসব কথা বলেন ইমরান। খবর ডনের।

গতকাল পাকিস্তানের বিরোধী দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) সদস্যরা পদত্যাগের বিষয়ে একটি বৈঠক করেন। বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবি করছে। সেই সঙ্গে তারা নতুন করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিও করছে।

তবে পদত্যাগ না করার ব্যাপারে ইমরান খান অনড়। ইমরানের কথা, দেশকে অস্থিতিশীল করতে এবং দেশজুড়ে অশান্তি সৃষ্টি করতেই বিরোধী দলগুলো সভা-সমাবেশ করছে।

ইমরান বলেছেন, তাঁর নির্ধারিত পাঁচ বছর পর দেশের মানুষকে আগের সরকারের সঙ্গে তাঁর পার্থক্য বুঝতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইমরান খান গতকাল বলেন, ‘কেবল সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করেই তারা আমাকে পদত্যাগ করাতে পারবে, অন্যভাবে নয়।’ ইমরান দাবি করেন, কিছু বর্হিশক্তি বিরোধী দলগুলোর পেছনে আছে। আর সে জন্যই বিরোধী দলগুলোর আস্থা এত বেশি।

অবশ্য ইমরান এও বলেন, তাঁর আস্থাও দিন দিন বাড়ছে।

পাকিস্তানের প্রধান বিরোধী দলগুলো সাম্প্রতিক সময়ে একজোট হয়ে ইমরানবিরোধী আন্দোলন শুরু করেছে। তাদের দাবি, পক্ষপাতদুষ্ট নির্বাচনের মাধ্যমে ইমরান খান নির্বাচিত হয়েছেন। আর এতে দেশটির শক্তিশালী সেনাবাহিনী ভূমিকা রেখেছে।

ইমরান গতকাল বলেছেন, তাঁর সরকারের সময় সামরিক-বেসামরিক সম্পর্ক জোরদার হয়েছে। আর সরকারি নীতির বাস্তবায়নে সামরিক বাহিনী কোনো বাধার সৃষ্টি করছে না।