যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য পাকিস্তানে বিধিনিষেধ

করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ওপর বিধিনিষেধ জারি করেছে পাকিস্তান। দেশটির বেসামরিক উড়োজাহাজ চলাচল দপ্তর বলেছে, ২২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত এই বিধিনিষেধ বজায় থাকবে। ১০ দিনের মধ্যে যুক্তরাজ্য থেকে এসেছেন বা যুক্তরাজ্যে ছিলেন, এমন লোকজনের ওপর এই বিধিনিষেধ জারি করা হবে।

জিয়ো টিভির আজ মঙ্গলবারের খবরে জানা যায়, ট্রানজিট যাত্রী যাঁরা যুক্তরাজ্যে যাননি, তাঁরা পাকিস্তানে ভ্রমণের অনুমতি পাবেন। যুক্তরাজ্য ভ্রমণ করেছেন ও পাকিস্তানের পাসপোর্ট রয়েছে, এমন ব্যক্তিদের যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার সনদ নিতে হবে।

পাকিস্তানে পৌঁছানোর পর সরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষা না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরেই অথবা সরকারি ব্যবস্থাপনায় অবস্থান করতে হবে।

গত সাত দিনে যুক্তরাজ্য থেকে এসেছেন এমন যাত্রীদের খুঁজে বের করে করোনা পরীক্ষা করতে হবে। আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার আসছেন এমন যাত্রীদেরও করোনা পরীক্ষা করা হবে। এ ছাড়া পাকিস্তানে ঢোকা সব যাত্রীর তথ্য পাস ট্র্যাক অ্যাপের মাধ্যমে নেওয়া হবে।

করোনার নতুন ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে বলে গত রোববার জানায় যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এরপরই ইউরোপের বিভিন্ন দেশ যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করে। গত রোববার ডোভারে যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলের বন্দরে পণ্য পরিবহনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফ্রান্স সীমান্তে বিধিনিষেধের কারণে এটি বন্ধ করা হয়।