১৪ দিনের রিমান্ডে শাহবাজ শরিফ

শাহবাজ শরিফ
ছবি: টুইটার থেকে নেওয়া

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন স্থানীয় একটি আদালত। শাহবাজ দেশটির পার্লামেন্টের বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রেসিডেন্ট। অর্থ পাচারের মামলায় গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, অর্থ পাচারের মামলায় শাহবাজ শরিফকে ১৪ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এ ছাড়া লাহোরের একটি আদালত শাহবাজ শরিফের স্ত্রী নুসরাত শাহবাজ ও কন্যা রাবিয়া ইমরানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার শুনানিতে অংশ না নেওয়ায় তাঁদের বিরুদ্ধে এই ওয়ারেন্ট জারি করা হয়।

পিএমএল-এনের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেন, এর মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নির্বাচিত সরকার সব সীমা ছাড়িয়ে গেল। টুইটারে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

অর্থ পাচার মামলায় শাহবাজ শরিফ লাহোর হাইকোর্টে সোমবার জামিনের জন্য আবেদন করেছিলেন। তাঁর জামিনের আবেদন নাকচ করে দেন আদালত। পরে শাহবাজ শরিফকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়।