১৯ বছর বয়সেই বিশ্বের সবচেয়ে উঁচু দুই পর্বতশৃঙ্গ জয়

মাত্র ১৯ বছর বয়সে এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে২ জয় করলেন পাকিস্তানি তরুণ শেহরোজ কাশিফ।
ছবি টুইটার থেকে নেওয়া।

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের পরেই কে২। মাত্র ১৯ বছর বয়সেই পাকিস্তান-চীন সীমান্তে অবস্থিত হিমালয়ের এই পর্বতশৃঙ্গ জয় করলেন শেহরোজ কাশিফ। পাকিস্তানি এই তরুণ বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি, যিনি কে২ পর্বতশৃঙ্গ জয় করলেন। এর আগে শেহরোজ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন।

আলপাইন ক্লাব অব পাকিস্তানের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা আজ বুধবার জানিয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে ৮ হাজার ৬১১ মিটার বা ২৮ হাজার ২৫১ ফুটের কে২ শৃঙ্গে আরোহণ করেন ১৯ বছরের শেহরোজ।

পাকিস্তান-চীন সীমান্তের ব্রড পিক জয়ের মধ্য দিয়ে শেহরোজের পর্বত অভিযানের সূচনা হয়। উচ্চতার বিবেচনায় এটা বিশ্বের ১২তম শৃঙ্গ। ১৭ বছর বয়সে ২০১৯ সালে তিনি ৮ হাজার ৪৭ মিটার বা ২৬ হাজার ৪০০ ফুটের এই শৃঙ্গ জয় করেন। এই পাহাড়ে আরোহণের পর থেকে শেহরোজ ‘ব্রড বয়’ নামে পরিচিতি পান।

শেহরোজ গত মে মাসে ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট জয় করেন। তিনিই পাকিস্তানের সবচেয়ে কনিষ্ঠ হিসেবে এ পর্বত জয় করেন। কম বয়সে এভারেস্টজয়ী পর্বতারোহীদের মধ্যে বিশ্বে তিনি চতুর্থ। এখন কে২ জয় করায় তিনি হবেন বিশ্বের সবচেয়ে উঁচু দুটো পর্বতশৃঙ্গ জয় করা সর্বকনিষ্ঠ ব্যক্তি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি তিনি।

পাকিস্তান-চীন সীমান্তে অবস্থিত হিমালয়ের কারাকোরাম রেঞ্জের কে২ পর্বতশৃঙ্গকে বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত বিবেচনা করা হয়। ভীষণ প্রতিকূল আবহাওয়ায় এই পর্বতে অভিযানে যান পর্বতারোহীরা। প্রতিকূল পরিস্থিতিতে এখানে প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার বা ১২৪ মাইল বেগে বাতাস বয়ে যায়। তাপমাত্রা নেমে আসে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন