বিশ্ব রেকর্ডের সনদ হাতে হাসান দাভি
ছবি: গিনেসের ওয়েবসাইট থেকে

হাসান দাভির বয়স মাত্র ১৬ বছর। বাড়ি মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের রাজধানী বৈরুতে। প্রখর বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তির অধিকারী এই কিশোর। বিশ্বের সব দেশের জাতীয় পতাকা চেনার বিশেষ গুণ রয়েছে তার। তা–ও দ্রুততম সময়ে। এ গুণের জন্য বিশ্ব রেকর্ড গড়েছে সে। নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) এক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননের কিশোর হাসান মাত্র ৪ মিনিটে সব দেশের জাতীয় পতাকা শনাক্ত করেছে। এর মধ্য দিয়ে সবচেয়ে কম সময়ে সব দেশের জাতীয় পতাকা চেনার বিশ্ব রেকর্ড গড়েছে সে। আগে এ রেকর্ড ছিল মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইনের নাগরিক আদম সায়েদের দখলে। তিনি ২০২১ সালে এ রেকর্ড গড়েন।

সায়েদের তুলনায় ৬ সেকেন্ড কম সময়ে সব দেশের জাতীয় পতাকা শনাক্ত করে নতুন রেকর্ড গড়েছে হাসান। সম্প্রতি গিনেস কর্তৃপক্ষ হাসানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। নতুন বিশ্ব রেকর্ড গড়তে ২০২১ সালের গ্রীষ্মজুড়ে কঠোর অনুশীলন করেছে হাসান। সে বলেছে, ‘কঠোর অনুশীলনের পরও একসময় হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু যখন আগের রেকর্ডের তুলনায় ব্যবধান ১৮ সেকেন্ডে নেমে এল, তখন আবার নতুন উদ্যমে অনুশীলন শুরু করি। অবশেষে ৪ মিনিটে সব দেশের জাতীয় পতাকা চিনে নতুন রেকর্ড গড়ি।’