ইতিহাসের এই দিনে: সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২০ সেপ্টেম্বর। চলুন দেখি বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
২০০১ সালের ২০ সেপ্টেম্বর। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করেন। এর আগে ওই বছরের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র, ফিলাডেলফিয়া ও পেন্টাগনে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালায় আল–কায়েদা। এর জবাবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন জর্জ ডাব্লিউ বুশ। আল–কায়েদার বিরুদ্ধে মার্কিন বাহিনীর আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় আফগান যুদ্ধ। এই যুদ্ধ চলে ২০ বছর।
দিল্লি পুনর্দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ১৮৫৭ সাল একটি গুরুত্বপূর্ণ বছর। ওই বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেন সিপাহীরা। ওই বিদ্রোহ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। রাজধানী দিল্লির নিয়ন্ত্রণ চলে যায় সিপাহীদের হাতে। কিন্তু শেষ পর্যন্ত ওই বিদ্রোহ সফল হয়নি। ওই বছরের ২০ সেপ্টেম্বর দিল্লি পুনর্দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তবে সফল না হলেও উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম সশস্ত্র বহিঃপ্রকাশ ছিল ওই বিদ্রোহ।
‘হিফরশি’ আন্দোলনে এমা
বৈশ্বিক নারী মুক্তির প্রশ্নে ‘হিফরশি আন্দোলন’ বেশ সাড়া জাগিয়েছিল। এই আন্দোলন নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে পুরুষদের সোচ্চার হওয়ার আহ্বান জানায়। ২০১৪ সালের এ দিনে ব্রিটিশ অভিনেত্রী ও জাতিসংঘের নারী অধিকারবিষয়ক শুভেচ্ছাদূত এমা ওয়াটসন এই আন্দোলনের পক্ষে একটি বক্তব্য দিয়েছিলেন, যা সবাইকে উদ্বুদ্ধ করে।
সোফিয়া লরেনের জন্মদিন
প্রখ্যাত ইতালীয় অভিনেত্রী সোফিয়া লরেন। হলিউডে অভিনয় করে তিনি তুমুল খ্যাতি পেয়েছেন। ইংরেজি ভাষার বাইরে ভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করে প্রথম অস্কার জয় করা অভিনয়শিল্পী তিনি। আজ সোফিয়া লরেনের জন্মদিন। ১৯৩৪ সালের এ দিনে তাঁর জন্ম।