বানরের কোলে মাথা রেখে ‘সান্ত্বনা’ খুঁজছেন তিনি

বানরের কোলে মাথা রেখে শুয়ে আছেন এক ব্যক্তি
ছবি: ভিডিও থেকে

মানুষ এবং প্রাণী আবেগপ্রবণ হয়ে পড়লে যে একই ধরনের আচরণ করে, তার একটি প্রমাণ পাওয়া গেল ভিডিওতে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বানরের কোলে মাথা রেখে শুয়ে আছেন। আর বানরটি তাঁকে শান্ত করার চেষ্টা করছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, একজন ভেঙে পড়লে তার আশপাশের মানুষেরা যেভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, ঠিক তেমনি আচরণ করে বানর।

ভিডিওর শুরুতে দেখা যায়, এক ব্যক্তি কালো টি-শার্ট পরে একটি বানরের পাশে বসে আছেন। এই বানরের গায়ে টি-শার্ট ও পরনে শর্ট প্যান্ট। ওই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে, তিনি চাপে রয়েছেন। আর এটা প্রকাশের জন্য বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করছেন। এ সময় বানরটি তাঁকে ইশারা করে তার কোলে মাথা রাখার জন্য। পরে ওই ব্যক্তি বানরের কোলে মাথা রাখেন। এরপর দেখা যায়, বানরটি ওই ব্যক্তির কাঁধ চাপড়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।

টুইটারে এই ভিডিওর ভিউ হয়েছে ৩৪ লাখের বেশি। আর লাইক পড়েছে ৪৪ হাজার। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মন্তব্য করেছেন। টুইটার ব্যবহারকারী একজন মন্তব্য করেছেন, ‘আমাদের বর্তমান যে অবস্থা, তাতে এমন একটি বিচক্ষণ বানর দরকার।’ আরেকজন মন্তব্য করেছেন, সবচেয়ে ভালো বন্ধু। তুর্কি ভাষার ওই টুইটার হ্যান্ডেল থেকে শুধু প্রাণীর ভিডিও প্রকাশ করা হয়। বানরের এমন অদ্ভুত ঘটনা এটাই প্রথম নয়। গত মাসে একটি ভিডিও ভাইরাল হয়েছিল বানরের। এতে দেখা যায়, একটি বানর স্মার্টফোন ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যম

ব্যবহার করতেও দেখা গেছে বানরটিকে। অনেকে এর মন্তব্যের ঘরে লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের উন্মাদনা। কয়েকজন লিখেছেন, বানরও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত।