ইতিহাসের এই দিনে: প্রথম থ্রিডি চলচ্চিত্রের প্রদর্শনী

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৭ সেপ্টেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

চোখে বিশেষ চশমা লাগিয়ে দেখতে হয় থ্রিডি চলচ্চিত্র।
প্রতীকী ছবি: রয়টার্স

চলচ্চিত্রটির নাম ‘দ্য পাওয়ার অব লাভ’। ১৯২২ সালের ২৭ সেপ্টেম্বর চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের অ্যাম্বাসেডর হোটেলে থিয়েটারে প্রিমিয়ার হওয়া এ চলচ্চিত্র ছিল বিশ্বের প্রথম থ্রিডি চলচ্চিত্র। ওই প্রদর্শনীতে দর্শকদের একটি বিশেষ চশমা দেওয়া হয়েছিল। ওই চশমার এক চোখে লাল ও অন্য চোখে সবুজ লেন্স বসানো ছিল। বিশেষ এ চমশা পরে দর্শকেরা থ্রিডি চলচ্চিত্র উপভোগ করেন।

আরও পড়ুন

গঠিত হয় অক্ষশক্তি

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন। ১৯৪০ সালের ২৭ সেপ্টেম্বর জার্মানি, ইতালি ও জাপান একটি চুক্তি সই করে। এর আওতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই তিন দেশ সম্মিলিভাবে ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। জার্মানি, ইতালি ও জাপানের জোট অক্ষশক্তি নামে পরিচিত। বিপরীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সাবেক সোভিয়েত ইউনিয়নের জোটকে বলা হয় মিত্রশক্তি। যদিও অক্ষশক্তি শেষ হাসি হাসতে পারেনি।

আরও পড়ুন

মহাকাশে হাঁটেন চীনা নভোচারী

মহাকাশে চীনা নভোচারী ঝাই ঝিগাং
ছবি: রয়টার্স

চীনের নভোচারী ঝাই ঝিগাংয়ের ঝুঁলিতে অনন্য একটি রেকর্ড রয়েছে। তিনি চীনের প্রথম ব্যক্তি, যিনি মহাকাশে হেঁটেছেন। ২০০৮ সালের এদিনে ঝাই ঝিগাং এই কীর্তি গড়েন। এর আগে শেনঝোউ-৭ নামের একটি নভোযানে চেপে মহাকাশে যান ঝাই। এটা ছিল মানুষ নিয়ে মহাকাশে চীনের তৃতীয় অভিযান।

আরও পড়ুন

বিলুপ্ত হয় বালির বাঘ

ইন্দোনেশিয়ার পর্যটনদ্বীপ বালি। সেখানকার বালিনিজ টাইগার বা বালির বাঘ দীর্ঘদিন থেকে বিলুপ্তির ঝুঁকিতে ছিল। ১৯৩৭ সালের এদিনে এ প্রজাতির সর্বশেষ বাঘটিকে হত্যা করা হয়। সেটি ছিল একটি প্রাপ্তবয়স্ক বাঘিনী। এর মধ্য দিয়ে বাঘের এ প্রজাতি বিলুপ্ত হয়ে যায়।

আরও পড়ুন
আরও পড়ুন