মোনালিসা—বিখ্যাত ইতালীয় চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির অনন্য শিল্পকর্ম। এর খ্যাতি বিশ্বজোড়া। ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভর জাদুঘরের সংরক্ষিত আছে শিল্পকর্মটি। তবে ১৯১১ সালের ২১ আগস্ট লুভর থেকে চুরি হয়ে যায় মোনালিসা। এই ঘটনার পেছনে স্পেনের আরেক বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোকে দায়ী করা হয়। কেননা, ওই সময় লুভর থেকে চুরি হওয়া বেশ কিছু শিল্পকর্ম কিনেছিলেন পিকাসো। পরে অবশ্য মোনালিসার সন্ধান মেলে। লুভরে ফেরে শিল্পকর্মটি। অভিযোগ থেকে মুক্তি পান পিকাসো।
চাঁদে পানির অস্তিত্বের সন্ধান
সময়টা ২০১৮ সালের ২১ আগস্ট। ভারতের পাঠানো মহাকাশযান চন্দ্রযান-১ চাঁদের কিছু ছবি পাঠায়। এসব ছবি বিশ্লেষণ করে দেখা যায়, চাঁদের পৃষ্ঠে বরফে পরিণত হওয়া পানির অস্তিত্ব রয়েছে। চাঁদে পানির অস্তিত্বের সন্ধান পাওয়ার ঘটনা এটাই প্রথম।
মুক্তি পান কেনিয়াত্তা
জোমো কেনিয়াত্তা-আফ্রিকার দেশ কেনিয়ার মুক্তি সংগ্রামের নায়ক। তাঁর নেতৃত্বে ব্রিটিশ উপনিবেশ শক্তির বিরুদ্ধে আন্দোলন করে দেশটির জনতা। অর্জন করে স্বাধীনতা। ৯ বছরের কারাবাস শেষে ১৯৬১ সালের এই দিনে মুক্তি পান কেনিয়াত্তা। কারামুক্ত হওয়ার পর ব্রিটিশবিরোধী আন্দোলন-সংগ্রাম জোরদার করেন তিনি। ১৯৬৩ সালে স্বাধীন হয় কেনিয়া। স্বাধীন দেশের প্রথম প্রেসিডেন্ট হন কেনিয়াত্তা।
উসাইন বোল্টের জন্মদিন
২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে মাত্র ৯ দশমিক ৮১ সেকেণ্ড সময় নিয়ে সোনা জিতে রেকর্ড গড়েন জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট। এটা অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে তাঁর টানা তৃতীয় সোনা জয়। এর আগে ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকে একই সাফল্যের দেখা পান তিনি। সোনা জিতেছেন ২০০ মিটার দৌড়েও। ইতিহাসের অন্যতম সেরা এই স্প্রিন্টারের জন্মদিন আজ। ১৯৮৬ সালের ২১ আগস্ট জন্ম নেন তিনি।