ইতিহাসের এই দিনে
যুক্তরাষ্ট্রে এক দিনে ২১৬ টর্নেডোর আঘাত, বড় উড়োজাহাজের উড়াল
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৭ এপ্রিল। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের মানুষ ২০১১ সালের এই দিনে ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়। এদিন চরম বিরূপ হয়ে ওঠে প্রকৃতি, আঘাত হানে টর্নেডো। ১৯৬৫ সালের পর আঘাত হানা সবচেয়ে ভয়াবহ এ টর্নেডোয় আলাবামা অঙ্গরাজ্যে ২৩৮ জন প্রাণ হারায়। বিধ্বস্ত হয় বেশ কিছু বাড়িঘর, গাছপালা। বিঘ্নিত হয় বিদ্যুৎ ও পানি সরবরাহব্যবস্থা। এদিন শুধু আলাবামা নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে রেকর্ডসংখ্যক ২১৬টি টর্নেডো আঘাত হানে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আলাবামা অঙ্গরাজ্য।
উত্তর–দক্ষিণ কোরীয় নেতাদের সাক্ষাৎ
কয়েক দশক ধরে চরম বৈরী সম্পর্ক উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। কোরীয় যুদ্ধের পর থেকে সরাসরি সম্মুখসমরে না নামলেও দুই দেশের মধ্য উত্তেজনা কমবেশি চলমান। উত্তেজনাকর পরিস্থিতি কমাতে ও শান্তি ফেরানোর চেষ্টায় ২০১৮ সালের এই দিনে সাক্ষাৎ করেন দুই দেশের শীর্ষ নেতারা। ঐতিহাসিক বৈঠক করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে–ইন। তবে এর পরও শান্তি কতটা ফিরেছে, তা প্রশ্নসাপেক্ষ।
যাত্রীবাহী বড় উড়োজাহাজের উড়ান
বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজের নির্মাতা এয়ারবাস। ২০০৫ সালের এই দিনে উড়োজাহাজটি আকাশে প্রথমবারের মতো উড়াল দেয়। নাম এয়ারবাস এ৩৮০। প্রথম উড়ানে উড়োজাহাজটিতে ছয়জন ক্রু ছিলেন। ফ্রান্সের একটি বিমানবন্দর থেকে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করে এটি টানা ৩ ঘণ্টা ৫৪ মিনিট আকাশে ওড়ে। এই উড়োজাহাজ সবার আগে যুক্ত হয় সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমান বহরে।
ফ্রিডম টাওয়ারের নির্মাণ শুরু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের আইকনিক ভবনগুলোর একটি ফ্রিডম টাওয়ার। সন্ত্রাসী হামলায় ধসে পড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জায়গায় (গ্রাউন্ড জিরো) এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে ফ্রিডম টাওয়ার। ১ হাজার ৭৭৬ ফুট উচ্চতার ১০৪ তলা ভবনটি উচ্চতায় বিশ্বের মধ্যে চতুর্থতম। ৩৯০ কোটি ডলার ব্যয়ে ফ্রিডম টাওয়ারের নির্মাণকাজ ২০০৬ সালের এই দিনে শুরু হয়েছিল।