দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের টহল, উসকানিমূলক বলল চীন

দক্ষিণ চীন সাগরের আকাশে যুদ্ধবিমানের টহল
ছবি সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি টহলরত নজরদারি বিমানকে বিপজ্জনকভাবে অতিক্রম করেছে চীনের যুদ্ধবিমান। এ ঘটনাকে ‘উসকানিমূলক’ হিসেবে আখ্যা দিয়েছে চীন। গতকাল বুধবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের ওপর গোপনে নজরদারি চালাচ্ছে। এ কাজে জাহাজ ও বিমান পাঠাচ্ছে তারা। এতে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মাও নিং আরও বলেন, এ ধরনের উসকানিমূলক ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের ফলে সাগরগুলোতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ধরনের পদক্ষেপ নিতে পিছপা হবে না চীন।  

এদিকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের ওপর একটি আমেরিকান নজরদারি বিমানের কাছে একটি চীনা যুদ্ধবিমানের পাইলট একটি অপ্রয়োজনীয়ভাবে আক্রমণাত্মক কৌশল নিয়েছিল।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বিমানটির কিছুটা সামনে চীনের একটি যুদ্ধবিমান পার হচ্ছে। চীনা যুদ্ধবিমানটি এতটাই কাছ থেকে গেছে যে, যুক্তরাষ্ট্রের বিমানটি এতে কেঁপে ওঠে।

এ বিষয়ে ইন্দো-প্যাসিফিকের কমান্ডার এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আরসি-১৩৫ মডেলের বিমানের সামনে দিয়ে চীনের একটি যুদ্ধবিমান অতিক্রম করে। এ সময় দুটি বিমানের মধ্যে মাত্র ৪০০ মিটার দূরত্ব ছিল।