শনির সবচেয়ে বড় চাঁদ আবিষ্কার
নেদারল্যান্ডসের জ্যোতির্বিদ ক্রিস্টিয়ান হুজেন্স টাইটান আবিষ্কার করেন ১৬৫৫ সালের এ দিনে। টাইটান হলো শনি গ্রহের সবচেয়ে বড় চাঁদ বা উপগ্রহ। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তর গ্রহ শনি। শনির চেয়ে শুধু বৃহস্পতি গ্রহই বড়।
চালু হয় ফ্লোরেন্স ক্যাথেড্রাল
ইতালিজুড়ে ছড়িয়ে থাকা ক্যাথেড্রালগুলোর অন্যতম ফ্লোরেন্সের ব্যাসিলিকা দি সান্তা মারিয়া দেল ফিওরি ক্যাথেড্রাল। ১৪৩৬ সালের এ দিনে ক্যাথেড্রালটি চালু হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন পোপ চতুর্থ এগুয়েন। ক্যাথেড্রালটির ইটের তৈরি বড় গোলাকার গম্বুজটি নকশা করেছেন ইতালীয় স্থপতি ফিলিপ্পো ব্রুনেলেসি। প্রতিবছর বহু পর্যটক এই ক্যাথেড্রাল দেখতে ফ্লোরেন্সে যান।
রবার্ট ব্রুসের অভিষেক
স্কটল্যান্ডের রাজা ছিলেন রবার্ট ব্রুস। ১৩০৬ সালের এ দিনে শাসক হিসেবে অভিষেক হয় তাঁর। স্কটল্যান্ডে স্বাধীনতার অন্যতম বীর বিবেচনা করা হয় তাঁকে। ১৩২৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজা হিসেবে দায়িত্ব পালন করেন। রবার্ট ব্রুস তাঁর প্রজন্মের অন্যতম সেরা যোদ্ধা।
‘দাস বিক্রি’ বন্ধে আইন পাস
ব্রিটেনে স্লেভ ট্রেড অ্যাক্ট বা দাম বাণিজ্য আইন নামে একটি আইন পাস হয় ১৮০৭ সালের এ দিনে। এই আইনের উদ্দেশ্য ছিল, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত এলাকাগুলোয় ক্রীতদাস বেচাকেনা বন্ধ করা।
রাজপথে মার্টিন লুথার কিং জুনিয়র
কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন রাজপথের আন্দোলন করেছেন মার্টিন লুথার কিং জুনিয়র। ১৯৬৫ সালের এ দিনে ‘সেলমা মার্চ’ শুরু করেন এই মার্কিন অধিকারকর্মী। যুক্তরাষ্ট্রের আলাবামার সেলমা থেকে মন্টোগোমারি পর্যন্ত তাঁর নেতৃত্বে ৮৭ কিলোমিটারের মিছিল হয়। এতে যোগ দেন প্রায় ২৫ হাজার মানুষ। এই আয়োজনে কৃষ্ণাঙ্গদের ভোট দেওয়ার ক্ষেত্রে আরোপ করা বিধিনিষেধের প্রতিবাদ করেছিলেন তাঁরা।
এলটন জনের জন্ম
যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় গায়ক স্যার এলটন জন। গীতিকার হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। এ ছাড়া বিশ্বজুড়ে সমকামি আইকন এই পপ তারকা। ১৯৪৭ সালের এ দিনে জন্ম নেন এলটন জন।