ইতিহাসের এই দিনে: সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। চলুন দেখি, ১ মার্চ বিশ্বে কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ১৯৫৪ সালের ১ মার্চ। কেঁপে উঠেছিল প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জ। ওই দিন সেখানে সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ক্যাসেল ব্রাভো নামের একটি বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয় সেখানে। ১৫ মেগাটন বিস্ফোরক ভরা ছিল বোমাটিতে। এ পরীক্ষা এই দ্বীপপুঞ্জের কাছাকাছি বসবাসকারী মানুষের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে।
আধুনিক টাইপরাইটার আবিষ্কার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ই রেমিংটন অ্যান্ড সন্স নামের একটি প্রতিষ্ঠান ১৮৭৩ সালের আজকের দিনে নতুন একটি আবিষ্কারের খবর সামনে আনে। আর সেটি ছিল একটি আধুনিক টাইপরাইটার। এতে ক্রিস্টোফার শোলসের আবিষ্কার করা কি–বোর্ড ব্যবহার করা হয়েছিল।
বিশ্বের প্রথম ন্যাশনাল পার্ক
ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, যুক্তরাষ্ট্রের একটি সংরক্ষিত প্রাকৃতিক এলাকা। মূলত প্রাকৃতির সৌন্দর্য এবং পরবর্তী প্রজন্মের জন্য বুনো প্রজাতিদের বাঁচিয়ে রাখতে এলাকাটিকে ১৮৭২ সালের আজকের দিনে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়। এটি বিশ্বের প্রথম ন্যাশনাল পার্ক।
জাস্টিন বিবারের জন্মদিন
কানাডার পপ তারকা জাস্টিন বিবার। বিশ্বজুড়ে তরুণদের মধ্য তুমুল জনপ্রিয় তিনি। আজ বিবারের জন্মদিন। ১৯৯৪ সালের ১ মার্চ তাঁর জন্ম।