কৃষ্ণাঙ্গ টেনিস তারকা সেরেনা উইলিয়ামস
ছবি: রয়টার্স

সেরেনা উইলিয়ামস— যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ টেনিস তারকা। তাঁকে টেনিসের মহাতারকাদের একজন বললেও ভুল হবে না। ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর অনন্য এক নজির গড়েন সেরেনা। এদিন তিনি ইউএস ওপেনে মেয়েদের একক শিরোপা জিতে নেন। এটা ছিল সেরেনার ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ড স্লাম জয়। ৫ কোটি ডলারের বেশি প্রাইজমানি পান সেরেনা। এর মধ্য দিয়ে সেরেনা বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী খেলোয়াড়ের স্বীকৃতি অর্জন করেন।

দুই বোনের ৯ হাজার কিমি পাড়ি

যুক্তরাষ্ট্রের দুই বোন অগাস্টা ভন বুরেন ও অ্যাডেলিন ভন বুরেন, মোটরসাইকেলে প্রায় ৮ হাজার ৯০০ কিলোমিটার বা ৫ হাজার ৫০০ মাইল পথ পাড়ি দিয়েছিলেন। ১৯১৬ সালের এই দিনে তাঁদের অভিযান সফলভাবে শেষ হয়। তবে দুই বোনের এই যাত্রা এমনি হয়নি। বরং বিশেষ উদ্দেশ্যে পথে নেমেছিলেন দুজনে। দুই বোনের এ অভিযানের উদ্দেশ্য ছিল, চলমান প্রথম বিশ্বযুদ্ধে নারীদের সামরিক বাহিনীর চালক পদে নিয়োগ দেওয়ার বিষয়ে জনমত গড়ে তোলা।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: ইন্টারপোলের যাত্রা শুরু

স্টাচু অব ডেভিড প্রখ্যাত ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলোর অনন্য একটি সৃষ্টিকর্ম
ছবি: রয়টার্স

স্টাচু অব ডেভিড উদ্বোধন

ইতালির ফ্লোরেন্স শহরের অনন্য একটি স্থাপনা স্টাচু অব ডেভিড বা ডেভিডের মূর্তি। শহরটিতে ১৫০৪ সালের এই দিনে মূর্তিটি উদ্বোধন করা হয়েছিল। স্টাচু অব ডেভিড রেনেসা আমলের প্রখ্যাত ইতালীয় ভাস্কর, চিত্রশিল্পী, কবি ও স্থপতি মাইকেল অ্যাঞ্জেলোর অনন্য একটি সৃষ্টিকর্ম।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: ডায়ানার শেষকৃত্য

স্টার ট্রেকের সম্প্রচার শুরু

সময়টা ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নতুন একটি টিভি সিরিজের সম্প্রচার শুরু হয়। এর নাম স্টার ট্রেক। সায়েন্স ফিকশন এই সিরিজের মাত্র তিনটি সিজন সম্প্রচার করা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা পায় সিরিজটি। দর্শকের হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নেয় এটি।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: প্রথম স্মার্টফোন এল বাজারে

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: হ্যাশট্যাগের প্রথম ব্যবহার