২৭ বারের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন তিনি

২৭তম বার পরীক্ষা দিচ্ছেন লিয়াং শি
এএফপি

জীবনে একেক মানুষের অপূর্ণতা বা অপ্রাপ্তি একেক রকমের। নিজেদের সে অপ্রাপ্তি ঘোচাতে কত কিছুই–না করে মানুষ। তেমনই একজন চীনের কোটিপতি লিয়াং শি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এ নিয়ে ২৭তম বারের মতো পরীক্ষায় বসলেন ৫৬ বছর বয়সী লিয়াং।

চীনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘গাওকাও’ নামে পরিচিত। গতকাল বুধবার অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন প্রায় ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী।

এতবার পরীক্ষা দিয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়া লিয়াংকে এত বোকা ভাবার কারণ নেই। একটি কারখানার মেঝেতে সামান্য একটি চাকরি থেকে নির্মাণসামগ্রীর সফল ব্যবসা দাঁড় করিয়েছেন তিনি। হয়েছেন কোটিপতি।

তবে একটি স্বপ্ন লিয়াংকে তাড়িয়ে বেড়াচ্ছে সিচুয়ানের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে ভর্তি পরীক্ষায় পর্যাপ্ত নম্বর পাওয়াটা।

লিয়াং বলেন, কয়েক মাস ধরে তিনি রীতিমতো ‘একজন তপস্বী সন্ন্যাসীর জীবন’ যাপন করছেন। ভোর হওয়ার ঠিক পর থেকে শুরু করে দিনে ১২ ঘণ্টা পাঠ্যপুস্তক অধ্যয়নে কাটিয়েছেন। লিয়াং বলেন, ‘আমি কলেজে পড়তে পারব না, এ কথা ভাবতেই অস্বস্তি লাগে। আমি আসলেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এবং একজন পণ্ডিত হতে চাই।’

সিচুয়ানের স্থানীয় এই বাসিন্দা গত চার দশকে ২৬ বার গাওকাও ভর্তি পরীক্ষায় বসেছিলেন। তবে প্রতিবারই পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রয়োজনীয় নম্বর পেতে ব্যর্থ হন লিয়াং।