বিমানবাহী রণতরীর প্রথম সম্মুখযুদ্ধ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৪ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

প্রশান্ত মহাসাগরে মার্কিন রণতরী থিওডর রুজভেল্ট
ফাইল ছবি: এএফপি

বিমানবাহী রণতরীর প্রথম সম্মুখযুদ্ধ

তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ১৯৪২ সালের এই দিনে জাপানের নৌবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বাহিনীর তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে অংশ নেয় বিমানবাহী রণতরী। বিশ্বে এর আগে বিমানবাহী রণতরীর সম্মুখযুদ্ধে অংশ নেওয়ার ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত পিছু হটে জাপানি বাহিনী। কোরাল সাগরের নিয়ন্ত্রণ যায় মিত্রবাহিনীর হাতে।

যুক্তরাষ্ট্রে ব্রিটিশ কলোনি স্থাপন

এখনকার যুক্তরাষ্ট্রে একসময় ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি আস্তানা গেড়েছিল। ১৬০৭ সাল এই দিনে আমেরিকার ভার্জিনিয়ার জেমসটাউনে ১০৪ জন ব্রিটিশের একটি দল বসতি স্থাপন করে। উত্তর আমেরিকায় এটাই প্রথম সফল ব্রিটিশ কলোনি। পরে অবশ্য ব্রিটিশদের বিদায় করে স্বাধীনতা পায় যুক্তরাষ্ট্র।

চীনে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ

১৯১৯ সালের এই দিনে, চীনের বেইজিংয়ের রাজপথে নেমে আসেন ছাত্ররা। শুরু করেন তুমুল বিক্ষোভ। তাঁদের দাবি দুটো—সমতা বাড়ানো ও নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা করা। গত শতকের এই ছাত্র বিক্ষোভ ‘মে ফোরথ মুভমেন্ট’ নামে পরিচিতি পায়।

অভিনেত্রী অড্রে হেপবার্ন, ৪ মে তাঁর জন্মদিন
ছবি: রয়টার্স

অড্রে হেপবার্নের জন্ম

সৌন্দর্য, সৌষ্ঠব, লাবণ্যের প্রতিমূর্তি তিনি। তিনি অড্রে হেপবার্ন। ব্রিটিশ এই অভিনেত্রীর অভিনয় ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিস’, ‘শ্যারেড’, ‘দ্য চিলড্রেনস আওয়ার’, ‘প্যারিস হোয়েন ইট সিজলস’, ‘দ্য নানস স্টোরি’, ‘ফানি ফেস’, ‘হাউ টু স্টিল আ মিলিয়ন’, ‘মাই ফেয়ার লেডি’র মতো চলচ্চিত্রকে অসাধারণ করেছে। এক ‘রোমান হলিডে’র জন্যই আলাদা করে মনে রাখতে হবে তাঁকে। ১৯২৯ সালে ৪ মে জন্ম নেন তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন