ব্রাজিলে করোনার মৃত্যু পাঁচ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে।ছবি: রয়টার্স

ব্রাজিলে স্থানীয় সময় গতকাল শনিবার করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত মানুষের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই দেশটির অবস্থান। খবর এএফপির।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কোয়েইরোগা টুইটে বলেন, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮০০।

গত ১০ মের পর এ সপ্তাহে প্রথমবারের মতো দৈনিক মৃত্যুর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

এসপিরিতো সান্তো বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ ইথেল মাসিয়েল এএফপিকে বলেন, সংক্রমণের তৃতীয় ঢেউ এসে পৌঁছেছে। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা থেকে তা বোঝা যায়। ব্রাজিলে ধীরগতির টিকাদান কর্মসূচি ও বিধিনিষেধ শিথিল থাকায় পরিস্থিত সংকটজনক হচ্ছে।

ব্রাজিলের বড় শহরগুলোয় রেস্তোরাঁ, বার ও দোকান খোলা থাকে। পথচারীদের অনেকেই মাস্ক ব্যবহারে উদাসীন। ব্রাজিলের ২৭ রাজ্যের মধ্যে ১৯ রাজ্যে পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছে।

এ বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত ব্রাজিলে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ছড়িয়েছে।

মে মাসের দিকে ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে আসে। মহামারি বিশেষজ্ঞরা বলছেন, দৈনিক মৃত্যুর হার দুই হাজারের কাছাকাছি থাকার পরও ব্রাজিলে বিধিনিষেধ শিথিল করা হয়। খুব বেশি তাড়াতাড়ি এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কারণে সংক্রমণের তৃতীয় ঢেউ আসছে।