বিলাসবহুল ঘড়ির খোঁজে বাড়িতে ৭ ঘণ্টা তল্লাশি, পদত্যাগ করবেন না পেরুর প্রেসিডেন্ট

পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেফাইল ছবি: এএফপি

পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। বিলাসবহুল ঘড়ির খোঁজে দিনার বাড়িতে সাত ঘণ্টা তল্লাশি চালান দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা। এরপর দুর্নীতির অভিযোগে দিনার পদত্যাগের দাবি ওঠে।

স্থানীয় সময় গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট দিনা জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না। সেই সঙ্গে বাড়িতে তল্লাশিকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ ও  ‘অপমানজনক’ বলে মন্তব্য করেন তিনি।

৬১ বছর বয়সী দিনা আরও বলেন, ‘আমি সরকারি প্রাসাদে পরিষ্কার হাত নিয়ে প্রবেশ করেছিলাম, ২০২৬ সালে আমি পরিষ্কার হাত নিয়েই প্রাসাদ ছেড়ে যাব।’

বিলাসবহুল কয়েকটি ঘড়ির তথ্য গোপন করার অভিযোগে দিনার বিরুদ্ধে তদন্ত চলছে। এর অংশ হিসেবে গত শুক্রবার রাতে দিনার বাড়িতে এবং গতকাল শনিবার সকালে তাঁর সরকারি প্রাসাদে সাত ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। এতে সরকারি কৌঁসুলির দপ্তরের ২০ জন পুলিশ ও ২০ কর্মকর্তা অংশ নেন।

রাজধানী লিমার সারকুইলো এলাকায় দিনার বাড়ি। এ বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তাঁর সরকারি প্রাসাদ। এ প্রাসাদেই প্রেসিডেন্টের দপ্তর।

পেরুর প্রেসিডেন্টের দপ্তর এক এক্স পোস্টে জানিয়েছে, তল্লাশিতে প্রাসাদের কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেছেন। কোনো ধরনের অঘটন ছাড়াই স্বাভাবিকভাবে এ কার্যক্রম শেষ হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে লা এনসাররোনা নামের একটি গণমাধ্যম বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বিলাসবহুল ঘড়ি পরা অবস্থায় দিনা বলুয়ার্তের একাধিক ছবি প্রকাশ করে। ছবিগুলো ২০২২ সালের ডিসেম্বরের পরের সময়কার। সেই মাসে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

ছবি প্রকাশের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছরে প্রেসিডেন্ট দিনার যে সম্পদ হয়েছে, তার পর্যালোচনা করা হবে। এরপর শুরু হয় তদন্ত।

দেশটিতে প্রথম নারী প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের জনপ্রিয়তা এমনিতেই কমতির দিকে। এরই মধ্যে দুর্নীতির এ তদন্তের কারণে নতুন করে রাজনৈতিক সংকটের মধ্যে পড়লেন তিনি।

আরও পড়ুন