ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রাণ গেছে অন্তত ৪৫ জনের

ব্রাজিলে অভিযানের পর পুলিশের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন স্থানীয় এক ব্যক্তি। দেশটির রিও ডি জেনেরিওতে
ছবি: এএফপি

ব্রাজিলের তিনটি রাজ্যে কয়েক দিন ধরে মাদক চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীকে।

পুলিশ জানিয়েছে, সর্বশেষ অভিযানটি চালানো হয় রিও ডি জেনেরিওর কমপ্লেক্সে দা পেনহা এলাকায়। এ সময় মাদক চক্রের সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যান অন্তত ১০ জন।

এর আগে সাও পাওলোতে পাঁচ দিন ধরে চলা পুলিশের অভিযানে প্রাণ গেছে অন্তত ১৬ জনের। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিল্ড’।

এ ছাড়া ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের বাহিয়া রাজ্যে গত শুক্রবারের অভিযানে ১৯ সন্দেহভাজনের প্রাণ গেছে।

সাও পাওলোর অভিযানে ৫৮ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সেখানকার উপকূলীয় গুয়ারুজ শহরে পুলিশের স্পেশাল ফোর্সের এক সদস্য খুন হওয়ার পর এ অভিযান শুরু করা হয়। অভিযানে ৩৮৫ কেজি মাদক ও বন্দুক জব্দ করেছে পুলিশ।

গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে সাও পাওলোর গভর্নর তারশিসিও দি ফ্রেইতাস জানান, অভিযানে নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন।

গুয়ারুজ শহরে চালানো অভিযানের সমালোচনা করেছেন ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রী ফ্লাভিও দিনো। তিনি বলেন, মাদক চক্রের সদস্যদের তুলনায় পুলিশ অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে।

সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। সংস্থাটির মতে, গুয়ারুজ শহরে চলা পুলিশের অভিযানের পেছনে তাদের এক সহকর্মীকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে।