মেক্সিকোতে মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুনে ১২ জনের মৃত্যু

মৃত্যুপ্রতীকী ছবি

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন লেগে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল রোববার গুয়ানাহুয়াতো রাজ্যের সরকারি কৌঁসুলির দপ্তর এ কথা জানায়।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় সক্রিয় মাদক চক্রগুলোর বিরুদ্ধে আগেও এমন কেন্দ্রগুলোতে হামলার অভিযোগ রয়েছে। এসব চক্র জোর করে রোগীদের দলে ভেড়াতে চায় বলে অভিযোগ রয়েছে।

গুয়ানাহুয়াতো রাজ্যের সরকারি কৌঁসুলির দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন। এর মাধ্যমে এই মর্মান্তিক ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

চলতি বছরের এপ্রিলে মেক্সিকোর সংকটাপন্ন সিনালোয়া রাজ্যে আরেকটি মাদক পুনর্বাসন কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছিল। ধারণা করা হয়, মাদক চক্রের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তখন রোগীদের হত্যা করা হয়েছিল।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সাল থেকে অপরাধ দমনে অভিযান শুরু করে মেক্সিকো সরকার। সরকারি সূত্রমতে, এর পর থেকে উত্তর আমেরিকার দেশটিতে সহিংসতায় প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১ লাখ ২০ হাজার।