ছবি আঁকতে ব্যাংক নোট

নোটের ওপর নিজের আঁকা ছবি হাতে সের্হিও গুইলেরমো দিয়াজ
ছবি: রয়টার্স

আঁকাআঁকি নেশা তাঁর। তাই তো কখনো ছবি আঁকছেন ফুটবল তারকা লিওনেল মেসির, কখনো হলিউডের ছবির কোনো পোস্টার, কখনোবা যিশুর। ছবিগুলো কিন্তু তিনি কাগজে আঁকছেন না। এর বদলে বেছে নিয়েছেন নিজ দেশের বিভিন্ন ব্যাংক নোট।

বলছি সের্হিও গুইলেরমো দিয়াজের কথা। বাড়ি লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায়। মনে প্রশ্ন জাগতে পারে, কেন ছবি আঁকার মাধ্যম হিসেবে ব্যাংক নোট ব্যবহার করছেন তিনি। জবাবটা হলো, আর্জেন্টিনার অর্থনৈতিক সংকট। ধুঁকতে থাকা অর্থনীতির জেরে পড়ে গেছে দেশটির মুদ্রা পেসোর মান, আকাশ ছুঁয়েছে মূল্যস্ফীতি। বলা যায়, নিজ দেশের টালমাটাল অর্থনীতির বিরুদ্ধে এটা দিয়াজের নীরব প্রতিবাদ।

দিয়াজ বলেন, ‘আমার আঁকা ছবিগুলোতে আর্জেন্টিনায় মূল্যস্ফীতির বর্তমান অবস্থা ও কীভাবে তা দিন দিন বাড়ছে, সেটি ফুটিয়ে তোলা হয়েছে। এই সংকট আমাদের সবার জীবন ও ক্রয়ক্ষমতার ওপর প্রভাব ফেলেছে। ছবিতে আমি বোঝানোর চেষ্টা করেছি, সংকটের মধ্য দিয়ে কীভাবে আমাদের দিন কাটছে।’