বিচারের মুখোমুখি হতে ভয় পাই না: বলসোনারো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোছবি: রয়টার্স

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেছেন, তিনি বিচারের মুখোমুখি হতে ভয় পান না।

এক পুলিশি তদন্তে উঠে এসেছে, ব্রাজিলে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর কট্টর ডানপন্থী রাজনীতিবিদ বলসোনারো অভ্যুত্থান পরিকল্পনা করেছিলেন। বিষয়টি প্রকাশিত হওয়ার এক দিন পর বলসোনারোর কাছ থেকে এমন বক্তব্য এল।

আরও পড়ুন

ব্রাজিলের সশস্ত্র বাহিনীর দুই কমান্ডার অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার ক্ষমতায় ফিরে আসা ঠেকাতে সম্ভাব্য অভ্যুত্থান নিয়ে আলোচনার জন্য তাঁদের ডেকেছিলেন বলসোনারো।

যদিও বলসোনারো তাঁর বক্তব্যে এ অভিযোগের কথা সরাসরি উল্লেখ করেননি। তবে বলসোনারো এমন একটি বিচারের কথা উল্লেখ করেছেন, যার মুখোমুখি হতে পারেন তিনি। কারণ, সামরিক বাহিনীকে পদক্ষেপ নিতে রাজি করানোর জন্য তাঁর প্রচেষ্টার তথ্য-প্রমাণ আছে।

ব্রাজিলের রিও ডি জেনিরোতে গত শনিবার এক রাজনৈতিক সমাবেশে বলসোনারো বলেন, ‘আমি কোনো রায়কে ভয় পাই না, যতক্ষণ বিচারকেরা নিরপেক্ষ থাকেন।’

সমাবেশে ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্ট দাবি করেন, তিনি লুলা সরকার কর্তৃক রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হচ্ছেন।

বলসোনারো এখন পর্যন্ত লুলার কাছে নির্বাচনে হেরে যাওয়ার বিষয়টি স্বীকার করেননি। এ ছাড়া নির্বাচনের পর অভ্যুত্থান পরিকল্পনার কথাও তিনি অস্বীকার করে আসছেন।

আরও পড়ুন