ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা সার্নের সহযোগী সদস্য হলো ব্রাজিল
ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) সহযোগী সদস্যপদ পেয়েছে ব্রাজিল। এর মধ্য দিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে সংস্থাটির সদস্য হলো ব্রাজিল। সার্ন হলো বিশ্বের সবচেয়ে বড় পদার্থবিজ্ঞান গবেষণাগার।
সংস্থাটির সদস্য হওয়ায় এখন এই গবেষণাগারের কাজে আরও গভীরভাবে ভূমিকা রাখতে পারবে। গত মার্চ মাসেই এ-সংক্রান্ত একটি সমঝোতা হয়েছিল। তাতে ব্রাজিলকে সহযোগী সদস্যপদ দেওয়ার কথা জানিয়েছিল সার্ন। এরপর সব প্রক্রিয়া শেষে সদস্যপদ পেল ব্রাজিল। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত সার্নের সদস্যদেশ ২৩টি। ইউরোপের বাইরে রয়েছে শুধু ইসরায়েল। সদস্য হওয়ার ক্ষেত্রে প্রাথমিক ধাপ হলো সহযোগী সদস্য হওয়া।