আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকে আরও বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। একই সঙ্গে দেশটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেমস ক্লেভারলি। গত ৯ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রী ব্রাজিল সফরে গেলেন। দেশটিতে পা রাখার আগে তিনি চিলি, কলম্বিয়া ও জ্যামাইকা সফর করেছেন। ব্রাজিলের মধ্য দিয়ে ক্লেভারলি আঞ্চলিক এ সফর শেষ হচ্ছে।
ক্ষমতার বৈশ্বিক ভারসাম্য এখন দক্ষিণে সরে গেছে বলে বুধবারের সংবাদ সম্মেলনে উল্লেখ করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি এমন একটি বাস্তবতা, যার প্রতিফলন জাতিসংঘসহ অন্যান্য বহুজাতিক প্রতিষ্ঠানে থাকা উচিত।
লাতিন আমেরিকায় সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রাজিল। এ অঞ্চলে জনসংখ্যার দিক দিয়েও এগিয়ে রয়েছে দেশটি। বেশ কয়েক বছর ধরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে আসছে ব্রাসিলিয়া। তবে পরিষদের বর্তমান স্থায়ী সদস্যদের বাধায় তা আলোর মুখ দেখেনি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ। সেগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন ও ফ্রান্স।
জেমস ক্লেভারলি বলেন, বৈশ্বিক শৃঙ্খলা ও বহুপক্ষীয় ব্যবস্থা পুনর্গঠনে সিদ্ধান্তমূলক ভূমিকা পালন করতে পারে ব্রাজিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে দেশটির যে প্রয়াস, তার সমর্থন জানায় যুক্তরাজ্য।
আমাজন জঙ্গল রক্ষায় ব্রাজিলের একটি তহবিলে সম্প্রতি বড় অনুদানের ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য। চলতি মাসেই রাজা তৃতীয় চার্লসের অভিষেকের আগে এক বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ১০ কোটি ডলারের বেশি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।