ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু

ইলহাবেলা এলাকায় ক্ষতিগ্রস্ত একটি এলাকা
ছবি: রয়টার্স

ব্রাজিলের দক্ষিণ–পূর্ব উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। কয়েক শ মানুষ গৃহহীন হয়েছে। সাও পাওলো রাজ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে গতকাল রোববার এ খবর জানিয়েছে।

উদ্ধারকর্মীরা হতাহত ব্যক্তিদের খোঁজ করছেন। বিচ্ছিন্ন এলাকাগুলোয় যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন। রাস্তাগুলো যান চলাচলের উপযোগী করতেও চেষ্টা চলছে। ব্রাজিলের বার্ষিক উৎসব উদ্‌যাপনের জন্য অনেক পর্যটক এ সময় দেশটিতে ভ্রমণ করছিলেন। তাঁদের অনেকেই আটকা পড়েছেন।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সাও পাওলোর উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি চলবে। অগ্নিনির্বাপক বাহিনী ও উদ্ধারকারী দল বলছে, মৃত্যু আরও বাড়বে। সাও পাওলো রাজ্যের সরকার ৬টি শহরে ১৮০ দিন বিপর্যয়কর হিসেবে ঘোষণা করেছে।

আজ সোমবার সাও পাওলোর গভর্নর তারসিসিও দ্য ফ্রেইতাস সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাহিয়া রাজ্যে উৎসবে যোগ দিতে গেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। আজ তিনি দুর্যোগকবলিত স্থান পরিদর্শন করবেন।