আগামী বছরের জি-২০ সম্মেলনে এলে পুতিনকে গ্রেপ্তার করা হবে না: লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে)
রয়টার্স ফাইল ছবি

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, আগামী বছর রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিলে তাঁকে গ্রেপ্তার করা হবে না। গতকাল শনিবার ভারতের দিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট এসব কথা বলেন।

ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগে গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যদিও রাশিয়া অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা ইউক্রেনে কোনো যুদ্ধাপরাধ করেনি কিংবা জোর করে ইউক্রেনের শিশুদের নিয়ে যায়নি।
তবে আইসিসির ওই গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে পুতিন বেশ কয়েকটি আন্তর্জাতিক জমায়েত এড়িয়ে গেছেন। দিল্লিতে জি-২০ সম্মেলনেও তিনি অংশ নেননি। প্রতিনিধি হিসেবে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে দিল্লিতে পাঠিয়েছেন।

আগামী বছর ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করা হবে। এ প্রসঙ্গে ফার্স্টপোস্টকে দেওয়া সাক্ষাৎকারে লুলা বলেছেন, আগামী বছর ওই সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানো হবে। এর আগে তিনি নিজেও (লুলা) রাশিয়ায় অনুষ্ঠেয় উন্নয়নশীল দেশগুলোর জোট ব্রিকসের সম্মেলনে যোগ দেবেন।

লুলা বলেন, ‘আমার বিশ্বাস, পুতিন সহজেই ব্রাজিলে যেতে পারেন। ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের এতটুকু বলতে পারি যে তাঁকে গ্রেপ্তারের কোনো আশঙ্কা নেই।’

আরও পড়ুন

ব্রাজিল রোম চুক্তিতে স্বাক্ষরকারী একটি দেশ। পরবর্তী সময় এই চুক্তির ভিত্তিতে আইসিসি গঠন করা হয়।

রয়টার্সের পক্ষ থেকে এ ব্যাপারে লুলার কার্যালয়ের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।