বলসোনারোর বিচার শুরু হচ্ছে ২২ জুন
ক্ষমতার অপব্যবহার ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিচার শুরু হচ্ছে। আগামী ২২ জুন দেশটির সর্বোচ্চ নির্বাচনী আদালতে তাঁর বিচার শুরু হবে। স্থানীয় সময় গতকাল সোমবার আদালত সূত্র এই তথ্য জানায়।
আদালতে দোষী সাব্যস্ত হলে কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত বলসোনারো নির্বাচনে লড়তে পারবেন না। একই সঙ্গে সাবেক এই প্রেসিডেন্ট রাজনীতিতে আট বছরের জন্য নিষিদ্ধ হবেন।
নির্বাচনী আদালতকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য, কোনো প্রমাণ ছাড়াই আদালতের সমালোচনা ও ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় বলসোনারোর বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি এসব অভিযোগ করেন গত বছরের জুলাইয়ে ব্রাজিলে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে। এই বৈঠকের তিন মাস পর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে তিনি দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন।
ফ্রান্স, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েক ডজন রাষ্ট্রদূত ও কূটনীতিকের সঙ্গে সেই বৈঠকে তৎকালীন প্রেসিডেন্ট বলসোনারো বলেন, তিনি দেশের নির্বাচনী ব্যবস্থার ব্যর্থতাগুলো শোধরাতে ও ভোটে স্বচ্ছতা আনতে চান।
বলসোনারোর বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে আগামী ২২ জুন ব্রাজিলের সুপিরিয়র ইলেকটোরাল ট্রাইব্যুনালে (টিএসই) শুনানি শুরু হবে।
ইলেকটোরাল ট্রাইব্যুনাল জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় সরকারি কৌঁসুলির কার্যালয় চাচ্ছে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে নির্বাচনে লড়ার অযোগ্য ঘোষণা করা হোক। কারণ হিসেবে সরকারি কৌঁসুলিরা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও গণমাধ্যমকে নিজের স্বার্থে ব্যবহারের কথা বলেন।
নির্বাচনী আদালতে বলসোনারোর বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা বিচারাধীন। ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।
এ ছাড়া দেশটির ফেডারেল সুপ্রিম কোর্টে বলসোনারোর বিরুদ্ধে চারটি অভিযোগের তদন্ত চলমান। তদন্তের পর এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে একজন উগ্র ডানপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত জইর বলসোনারোর কারাদণ্ড পর্যন্ত হতে পারে।