কলম্বিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

ভূমিধসের ঘটনায় কেউ চাপা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে উদ্ধারকারী দল, ১৩ জানুয়ারি, ২০২৪ছবি: এএফপি

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ সংখ্যা নিশ্চিত করেছে।

শুক্রবার কুইবদো ও মেদেলিন শহরকে সংযোগকারী পার্বত্য এলাকার একটি ব্যস্ত পৌর সড়কে ভূমিধস হয়।

কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুরুতে এক বিবৃতিতে বলেছিল, ভূমিধসে ১৮ জনের প্রাণহানি হয়েছে এবং ৩৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে চোকো অঞ্চলের গভর্নরের কার্যালয় থেকে মোট ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সমন্বয়ের জন্য চোকোতে একটি নিয়ন্ত্রণকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

চোকোর গভর্নরের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ১৭টি লাশ শনাক্ত করা হয়েছে এবং কর্মকর্তারা আরও ১৭ জনকে শনাক্ত করার চেষ্টা করছেন।

কৌঁসুলির কার্যালয় থেকেও মৃতের এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
এর আগে কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় বলেন, হতাহত ব্যক্তিদের মধ্যে কয়েকটি শিশুও আছে। তবে এ সংখ্যা ঠিক কত, তা তিনি উল্লেখ করেননি।

কী কারণে ভূমিধসের ঘটনা ঘটল, তা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করে জানায়নি। তবে শুক্রবার রাতে প্রতিরক্ষা বিভাগ বলেছিল, ওই এলাকায় বৃষ্টি হওয়ায় উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন তিনি।