পেরুতে মাদক কারবারিদের ধরতে হ্যালোইনের পোশাকে পুলিশের অভিযান
মাদক পাচারকারী একটি চক্রকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। গত মঙ্গলবার রাতে ছিল হ্যালোইন। সেই সুযোগে মাদক পাচারকারীদের বাড়িতে চলে যান তিন পুলিশ সদস্য। তবে তাঁরা ছিলেন হ্যালোইনের বিখ্যাত তিন চরিত্রের পোশাকে।
পুলিশ জানায়, ওই পরিবারের সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা ‘ক্লান বালবোয়া’ চক্রের সদস্য। লিমার উত্তর–পূর্বে স্যান জুয়ান দে লুরিগ্যাংচোতে ওই পরিবারটি মাদক ব্যবসার জন্য পরিচিত।
ওই বাড়ি থেকে কোকেনের ১ হাজার ৫৬৮টি ছোট প্যাকেট ও অর্থ জব্দ করা হয়। পেরুর পুলিশ এমন পোশাক পরে মাদক কারবারিদের ধরতে অভিযান চালিয়েছে, ব্যাপারটা তা নয়।
গত বছরও মারভেল অভিযানে পুলিশ সদস্যরা স্পাইডারম্যান, থর, ক্যাপ্টেইন আমেরিকা ও ক্যাটওমেন সেজে অনেক মাদক কারবারিদের ধরেছেন। তিন বছর আগে পুলিশ সদস্যরা সান্তা ক্লজ ও পরির পোশাকে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক পাচারকারীকে গ্রেপ্তার করেছিলেন।