অভিবাসীদের হাতকড়া পরিয়ে ফেরত: মার্কিন রাষ্ট্রদূতকে তলব ব্রাজিলের

ব্রাজিলে নিযুক্ত মার্কিন দূত গ্যাব্রিয়েল এসকোবারছবি: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া

নথিপত্রহীন অভিবাসীদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিককে গতকাল সোমবার তলব করেছে ব্রাজিল।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো (বিতাড়ন) নিয়ে আলোচনার জন্য ব্রাসিলিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিককে তলব করা হয়।

যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলের অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য শর্ত চায় ব্রাসিলিয়া। এই শর্ত নির্ধারণের অংশ হিসেবে দেশটিতে নিযুক্ত মার্কিন কূটনীতিককে তলব করল ব্রাজিল।

যুক্তরাষ্ট্র থেকে কলম্বিয়ায় অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের উত্তেজনার এক দিন পর ব্রাজিলে মার্কিন কূটনীতিক তলব পেলেন।

তলব পাওয়া মার্কিন কূটনীতিকের নাম গ্যাব্রিয়েল এসকোবার। তিনি বর্তমানে ব্রাসিলিয়ায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদধারী দূত।

গ্যাব্রিয়েল তলব পেয়ে গতকাল ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দায়িত্ব নেওয়ার পরই নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

নথিপত্রহীন অভিবাসীদের হাতকড়া পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। তাঁদের ফেরত পাঠাতে সামরিক উড়োজাহাজ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

গত শনিবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে বলা হয়, গত শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসীদের নিয়ে একটি উড়োজাহাজ ব্রাজিলে আসে। ফ্লাইটটিতে থাকা ব্রাজিলিয়ানদের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ করা হয়েছে। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাইবে ব্রাজিল।

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এই ব্রাজিলিয়ান অভিবাসীরা হাতকড়া পরা অবস্থায় ব্রাজিলে পৌঁছান। এই অভিবাসীরা স্থানীয় গণমাধ্যমের কাছে বলেন, ফ্লাইটে তাঁদের শারীরিক নির্যাতন করা হয়েছে। ফ্লাইটে থাকাকালে তাঁদের শৌচাগারে পর্যন্ত যেতে দেওয়া হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে এই অনুরোধে সাড়া দেয়নি।

ব্রাজিলের ফেডারেল পুলিশের তথ্য অনুসারে, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গত সপ্তাহে প্রথম কোনো ফ্লাইটে নথিপত্রহীন অভিবাসীদের ব্রাজিলে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন

ব্রাজিলের একটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, লাতিন আমেরিকার দেশটির সরকার এই ফ্লাইটসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য কূটনৈতিক বৈঠকটি ডাকে।

শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলে আসা ফ্লাইটটিতে ৮৮ জন ব্রাজিলিয়ান (নথিপত্রহীন অভিবাসী) ছিলেন। ছিলেন ১৬ জন মার্কিন নিরাপত্তাকর্মী। এ ছাড়া ছিলেন ৮ জন এয়ার ক্রু।

আরও পড়ুন