হাজার বছরের পুরোনো চার শিশুর মমি উদ্ধার
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে গত সোমবার চার শিশুর মমি উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। ধারণা করা হচ্ছে, মমিগুলো এক হাজার বছরের পুরোনো। যে স্থান থেকে এগুলো পাওয়া যায়, সেটি একসময় দেশটির অধিবাসীদের পবিত্র স্থান ছিল। এলাকাটি বর্তমান রাজধানী লিমার সবচেয়ে পাশের পুরোনো এলাকাগুলোর একটি।
গবেষকদের বিশ্বাস, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মরদেহের হাড়গোড়ের পাশে এই মমিগুলো ছিল। মমিগুলো ইচসমা সংস্কৃতি যুগের। আন্দিয়ান অঞ্চলে ইনকা সাম্রাজ্যের বিস্তৃতি ঘটার আগে পেরুর কেন্দ্রীয় উপকূলে ইচসমা সংস্কৃতির বিকাশ ঘটেছিল।
ছোট্ট একটি পাহাড়ের সিঁড়ির পাদদেশে আরও কিছু হাড়গোড় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি একসময় গোপন মন্দির ছিল। লিমার রিম্যাক এলাকার প্রত্নতত্ত্ববিদ লুইস তাকুদা বলেন, মন্দিরটি সাড়ে তিন হাজার বছর আগে নির্মিত। তাকুদা বলেন, ধর্মীয় স্থান হিসেবে পুরো এলাকা খুবই গুরুত্বপূর্ণ। ইচসমা সংস্কৃতির লোকজনের কাছে এটি পবিত্র স্থান ছিল এবং তারা এখানে মরদেহ সমাহিত করত।
তাকুদা বলেন, মমিগুলোর মাথায় এখনো চুল আছে।
এক কোটি জনসংখ্যার শহর লিমা প্রায় ৪০০ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষেরও আবাসস্থল।
পেরুর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন কেন্দ্র লিমার বাইরে কুসকোতে। এটি ইনকা সাম্রাজ্যের রাজধানী ছিল। ১৬ শতাব্দীতে স্পেনের হাতে এই সাম্রাজ্যের পতন হয়।