ব্রাজিলের রাজনীতিতে সক্রিয় থাকবেন বলসোনারো

জইর বলসোনারো
ছবি: রয়টার্স ফাইল ছবি

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো দেশটির রাজনীতিতে সক্রিয় থাকার ইচ্ছার কথা বলেছেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বলসোনারো বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভার কাছে হারার পর তাঁর শপথ নেওয়ার ৪৮ ঘণ্টা আগে বলসোনারো যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

যুক্তরাষ্ট্রে ব্রাজিলিয়ান প্রবাসীদের সংগঠন ‘ইয়েস ব্রাজিল ইউএসএ’ আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে প্রায় ৪০০ সমর্থকের সামনে রাজনীতি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন বলসোনারো। গত সোমবার তাঁর আইনজীবী বলেছেন, যুক্তরাষ্ট্রে থাকতে ছয় মাসের পর্যটন ভিসার আবেদন করেছেন বলসোনারো।

নির্বাচনে ফল নিয়ে অনেকবার সন্দেহের কথা বলেছেন বলসোনারো। গত ৮ জানুয়ারি তাঁর হাজারো সমর্থক ব্রাসিলিয়া তিনটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালান। গত মঙ্গলবারের অনুষ্ঠানে বলসোনারো আবার তাঁর নির্বাচনে হেরে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

বলসোনারো নিজেকে জনপ্রিয় দাবি করে বলেন, নির্বাচনে যা ঘটেছে, তাতে এখনো অনেক মানুষ স্তব্ধ। কিন্তু তিনি এই সময়ের মোকাবিলা করবেন। ঈশ্বরের ইচ্ছায় তাঁরা একদিন জয়ীও হবেন। তবে তিনি গত ৮ জানুয়ারি কিছু অসহিষ্ণু লোক যা করেছেন, তার জন্য অনুশোচনা করেছেন।

৮ জানুয়ারি ব্রাজিলের দাঙ্গা নিয়ে তদন্ত শুরু হয়েছে। লুলার নতুন সরকার দাঙ্গার উসকানিতে বলসোনারোর সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত শুরু করেছে।

বলসোনারো যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে তাঁর কার্যক্রম অনেকটাই চোখের আড়ালে রেখেছিলেন। তাঁকে একবার একা কেএফসিতে খেতেও দেখা গেছে। পেটের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন।