লুলাকে চিঠি দিলেন সি
ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে গত সোমবার চিঠি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সোমবার লুলা এ চিঠি পাওয়ার কথা জানিয়ে টুইটারে লিখেছেন, চীনের প্রেসিডেন্ট তাঁর চিঠিতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর কথা বলেছেন।
টুইটারে লুলা লিখেছেন, চীনের প্রেসিডেন্ট সির কাছ থেকে শুভেচ্ছাবার্তাসহ একটি চিঠি পেয়েছেন তিনি, তাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ইচ্ছার কথা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী। আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারি।’
তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে গত রোববার শপথ নিয়েছেন লুলা। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। তাঁর বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ থাকলেও নির্বাচনে জিতে তিনি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েছিলেন। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর তিনি ব্রাজিল থেকে দারিদ্র্য, ক্ষুধা ও দুর্নীতি দূর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাজিলের ভাবমূর্তি উন্নত করার প্রতিশ্রুতিও ব৵ক্ত করেছেন।