বলসোনারোকে ‘নির্লজ্জ মিথ্যুক’ বললেন লুলা

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা
ছবি: এএফপি

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ‘নির্লজ্জ মিথ্যুক’ অভিহিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা। প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপের ভোটের আগে এক টিভি বিতর্কে বলসোনারোকে ‘ক্ষুদ্র স্বৈরশাসক’ অভিহিত করে লুলা দাবি করেন, এই ‘নির্বোধ’–এর জন্য ব্রাজিলে করোনায় বহু প্রাণহানি হয়েছে।

দুই ঘণ্টার বিতর্কে বলসোনারোকে একের পর এক আক্রমণ করেন লুলা। তিনি বলসোনারোকে  ‘ভুয়া সংবাদ ও মূর্খের রাজা’ বলে অভিহিত করেন। এদিকে দুই দফায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ‘পুরো জাতির জন্য একজন বিব্রতকর ব্যক্তি’ অভিহিত করে বলসোনারো বলেন, তিনি জাতিকে অপদস্থ করেছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট তথা রানঅফ নির্বাচন ৩০ অক্টোবর। রানঅফে লড়বেন বামপন্থী নেতা লুলা দা সিলভা এবং ডানপন্থী নেতা জইর বলসোনারো। প্রথম ধাপে বলসোনারোর চেয়ে ৫ শতাংশ বেশি ভোট পেলেও কেউই কাঙ্ক্ষিত ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট হচ্ছে।