অ্যান্টার্কটিকাতেও করোনা

এএফপি ফাইল ছবি

অ্যান্টার্কটিকাতে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এত দিন এখানে কোভিড–১৯–এর কোনো সংক্রমণ ছিল না। চিলির সেনাবাহিনী জানিয়েছে, অ্যান্টার্কটিক উপদ্বীপের বার্নাডো ও’হিগিনস গবেষণাকেন্দ্রে ৩৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

বিবিসির আজ বুধবারের খবরে জানা যায়, ৩৬ জনের মধ্যে ২৬ জন সামরিক কর্মকর্তা। ১০ জন রক্ষণাবেক্ষণকর্মী। তাঁদের চিলিতে সরিয়ে নেওয়া হয়েছে। চিলির নৌবাহিনীর একটি জাহাজে ওই গবেষণাকেন্দ্রে প্রয়োজনীয় জিনিস পাঠানো হয়।

জাহাজে থাকা তিনজন করোনাভাইরাসে সংক্রমিত হন। এর এক দিন পরই অ্যান্টার্কটিকার ওই গবেষণাকেন্দ্রে ৩৬ জন সংক্রমিত হওয়ার খবর এল।

অ্যান্টার্কটিকা সফর যাঁরা শুরু করেছিলেন, তাঁদের সবার পিসিআর পরীক্ষা করা হয়েছে। সবার করোনা নেগেটিভ এসেছে।
চিলির নৌবাহিনী

অ্যান্টার্কটিকাসহ এখন সাত মহাদেশেই করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ল।
বার্নাডো ও’হিগিনস গবেষণাকেন্দ্রে ২৭ নভেম্বর দ্য সারজেনতো আলদেয়া নামের জাহাজটি পৌঁছায়। ১০ ডিসেম্বর এটি চিলিতে ফিরে যায়। চিলির তালকাহুয়ানোয় নৌবাহিনীর ঘাঁটিতে ফিরে যাওয়ার পর ওই জাহাজে থাকা তিনজন নাবিকের করোনা সংক্রমণ ধরা পড়ে।

চিলির নৌবাহিনী বলছে, অ্যান্টার্কটিকা সফর যাঁরা শুরু করেছিলেন, তাঁদের সবার পিসিআর পরীক্ষা করা হয়েছে। সবার করোনা নেগেটিভ এসেছে।

অ্যান্টার্কটিকায় চিলির চারটি স্থায়ী ঘাঁটির মধ্যে একটি হলো বার্নাডো ও’হিগিনস।

দেশটির সেনাবাহিনী এটি পরিচালনা করে। লাতিন আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণে ক্ষতিগ্রস্ত ষষ্ঠ দেশ হলো চিলি। দেশটিতে ৫ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

গত আগস্ট মাসে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে করোনাভাইরাসের সংক্রমণের কারণে অ্যান্টার্কটিকায় তাদের গবেষণা সংক্ষেপ করার ঘোষণা দেয়।