আর্জেন্টিনায় কোকেনে বিষ, মৃত্যু ১৬

মাদক
প্রতীকী ছবি

আর্জেন্টিনায় কোকেন সেবনে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ বলছে, এই কোকেনে বিষাক্ত কোনো দ্রব্য ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে ৫০ জনের বেশি অসুস্থ হয়ে এখনো হাসপাতালে রয়েছেন।

বুয়েন্স এইরেসের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী সার্জিও বেরনির মুখপাত্র গতকাল বুধবার বলেন, এই প্রদেশে সবচেয়ে বেশি মানুষ ১২ জন মারা গেছেন এবং ৫০ জন হাসপাতালে রয়েছেন।

এদিকে এমন ঘটনার পর অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজন মাদক ব্যবসায়ী কয়েকজনকে আটক করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোকেনের মতো দেখতে একধরনের পদার্থ এতে মেশানো হয়েছিল। কোকেনের দাম কমানোর জন্য মাদক ব্যবসায়ীরা এই ভেজাল মিশেল দিয়েছিলেন।

বেরনি বলেন, ‘পরীক্ষাগারে ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি। যাদের আটক করা হয়েছে, তাদের সম্পর্কে তদন্ত প্রতিবেদন আসার জন্য আমরা অপেক্ষা করছি।’

বুয়েন্স এইরেসের যেসব এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি অসুস্থ হয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ত্রেস দে ফেব্রেরো। সেখানকার স্থানীয় সরকার প্রতিনিধি বলেছেন, এই এলাকায় মৃত্যু ঠেকাতে জরুরি সেবা দল ও হাসপাতালগুলো একসঙ্গে কাজ করছে। এ ছাড়া সম্প্রতি যাঁরা এই কোকেন কিনেছেন, তাঁদের এসব না সেবনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনি যদি কোকেন সেবন করেন তবে আমরা পরমর্শ দেব, আপনি যেগুলো কিনেছেন সেগুলো সেবন করবেন না। এই কোকেন সেবনের কারণে বিভ্রান্তি, খিঁচুনি এবং চেতনা হ্রাসের মতো উপসর্গ দেখা দিতে পারে।’