করোনায় কাহিল ব্রাজিলে ৫০ দিন ধরে স্বাস্থ্যমন্ত্রী নেই

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। ছবি: রয়টার্স
করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। ছবি: রয়টার্স

করোনা মহামারিতে কাবু পুরো বিশ্ব। এ ছাড়া গত ১০০ বছরের মধ্যে বিশ্ব এমন মহামারি প্রত্যক্ষ করেনি। করোনার এই মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। কিন্তু এই সংকটময় পরিস্থিতিতে দেশটিতে ৫০ দিন ধরে কোনো স্বাস্থ্যমন্ত্রী নেই।

গত মে মাস থেকে পূর্ববর্তী এক মাসের ব্যবধানে ব্রাজিলের দুজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন।

মে মাসের মাঝামাঝি সময়ে এই পদ থেকে পদত্যাগ করেন নেলসন টেইক।

এর আগে লুইজ হেনরিক মেন্ডেটাও প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে মতানৈক্যের জেরে পদত্যাগ করেন।